আমাদের ত্রাণ বিতরণ: প্রতিহিংসায় মরেছে আওয়ামী লীগ : রিজভী

Home Page » প্রথমপাতা » আমাদের ত্রাণ বিতরণ: প্রতিহিংসায় মরেছে আওয়ামী লীগ : রিজভী
মঙ্গলবার, ১৯ মে ২০২০



ফাইল ছবি-রুহুল কবির রিজভী      স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই হঠাৎ করে বিএনপির এক এক নেতা প্রেস ব্রিফিং দেন।  তাদের মধ্যে রুহুল কবীর রিজভী এবং ফখরুল ইসলাম আলমগীর। কখনো বলেন সরকার মিথ্যাচার করছে। কিন্তু দুএকটা উদাহরণ দিলে জনসাধারনের বুঝতে বিশেষ হয়তো সুবিধা হতো। আবার বলেন যে সরকার কোন উপদেশ কানে নিচ্ছে না। কিন্তু কি উপদেশ দিয়েছিলেন সেটাও কারো জানা নেই বলে অনেকে বলেন। আবার এও শোনা গেছে যে জাতীয় ঐক্য নাকি প্রয়োজন। তবে প্রস্তাব যাই হোক এখনই সময় জাতীকে পরীক্ষা দিবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা মহাদুর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে, কাজ করছে। এই প্রতিহিংসায় মরে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এতে বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবেন। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনার বিকাশ নম্বরে এবং সেটা মেম্বরের একজন লোকের। তাতে তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরিব, অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ত্রাণসহায়তা অব্যাহত রেখেছে। অথচ জনগণের টাকা নিয়ে নয়ছয় করছে সরকার। শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাৎ করছে না, প্রশাসনের লোকও জড়িত। জনগণের ত্রাণ আওয়ামী লীগের তথাকথিত মেম্বর চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই হলো সরকারের মানবতা।

চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। ৯০ শতাংশ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেই। সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫০   ৯৪৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ