চীনে ভূমিকম্পে নিহত ৫৪

Home Page » বিশ্ব » চীনে ভূমিকম্পে নিহত ৫৪
সোমবার, ২২ জুলাই ২০১৩



24.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৩০০ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় গানসুর প্রাদেশের রাজধানী ল্যানঝউ থেকে ১৭০ কিলোমিটার দূরে, মিনজিয়ান ও ঝ্যাংজিয়ান জেলায় ৬ দশমিক ৬ মাত্রার এ ভূকম্পণ অনুভূত হয়।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯৮ ছিল বলে জানিয়েছে।

এরপর সকাল সোয়া ৯টার দিকে একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে সিনহুয়া।

মিনজিয়ান নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে শহরের অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মেইচুয়ান ও পুমা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গানসুর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঝ্যাংজিয়ান এলাকায় অন্তত ৫ হাজার ৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৮০টি পুরোপুরি ধসে পড়েছে।

ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় পোল ভেঙে ও তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে মোবাইল ফোন নেটওয়ার্কও কাজ করছে না।

ডিংশি শহরেরও বহু ঘরবাড়ি ভূমিকম্পে ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর প্রায় ৩০০ সদস্যকে দুর্গত এলাকায় উদ্ধারকাজে পাঠানো হয়েছে।

২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৩   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ