ভাঙ্গায় ৫ শিশু নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৫ শিশু নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন
সোমবার, ১১ মে ২০২০



নির্যাতনের শিকার পাঁচ শিশু ও মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

করোনা মহামারি পরিস্থিতিতে লকডাউন ও সরকারি নির্দেশ অমান্য করে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার দেওড়া বাজারে স্থানীয় কিছু সংখ্যক লোকজন এই মানববন্ধনের আয়োজন করে।
স্থানীয়রা জানান, গত ২৮ এপ্রিল’২০২০ ইং সন্ধ্যা ৭ টায় দেওড়া বাজারে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীসহ ৫ শিশুকে চোর অপবাদে মারপিট করে স্থানীয় বখাটে যুবক জাহাঙ্গীর বেপারী, কালাম খলিফা ও তার সহযোগিরা। সেসময় স্থানীয় সাংবাদিক শিশু নির্যাতনের ছবি তুলতে গেলে তাকে লাঞ্ছিত ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করে। ২৯ এপ্রিল এই ঘটনা কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় (অনলাইনসহ) সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ হবার কারনে শিশু নির্যাতনকারিরা ঐ সাংবাদিককে প্রান নাশের হুমকি দিলে সে থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগকারিকে কোনঠাসা ও সত্য ঘটনা ধামাচাপা দিতে শিশু নির্যাতনকারিরা সাংবাদিকের ফাঁসির দাবিতে মানববন্ধন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, মানববন্ধন করে শিশু নির্যাতনের ঘটনা আদৌ ধামাচাপা দেয়া সম্ভব নয়। শিশু আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। মানববন্ধনটি উক্ত সাংবাদিককে হেয় করতেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। নির্যাতনকারিরা এলাকায় বিতর্কিত এবং তাদের বিরুদ্ধে মাদক ও নারী ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল গাজী রবিউল ইসলাম বলেন, মানববন্ধনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে স্থানীয় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য রফিকুজ্জামান স্থানীয় ভাঙ্গার আলো পত্রিকার বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ফরিদপুর মেইল সম্পাদক এবং জাতীয় বিডিপ্রেস.এজেন্সি’র ফরিদপুর জেলা প্রতিনিধি। তিনি বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৬   ৮৭১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ