“যদি হঠাৎ করোনায় মরে যাই” - বাবলী খান

Home Page » সাহিত্য » “যদি হঠাৎ করোনায় মরে যাই” - বাবলী খান
রবিবার, ৩ মে ২০২০



যদি মরে যাই

যদি হঠাৎ করে করোনায় মরে যাই –
তাহলে ভোরের ফুল হয়ে মরতে চাই ,
শিশির ঝরা ঘাসের ফুল ঝরে যায়
যে ফুল ভোরের বাতাসে সুবাস ছড়ায়
সেই ভোরের ফুল হয়ে চিরবিদায় চাই
ফুরাবে যখন বেলা —
আয়ুকালের নিঃশেষে শেষবিদায়ের পালা
এই জীবনটা যে একবিন্দু শিশির কণা ।
মরণ ভয় পাইনা ,আমি ভয় পাই
হঠাৎ করে যদি করোনায় মরে যাই !
জোছনার তারা হয়ে আমি ছিটকে যাবো ,
অমানিশার রাতের আঁধারে লুকাবো—
তোমরা থাকবে সবাই ঘরবন্দি ,
দেখো আমাকে তোমরা বন্ধ ঘরে হতে
যাবার সময় জানালাটা একটু খোলে
দূর থেকে আমাকে বিদায় দিও ,
বাইরে তোমরা এসো না গো কেউ
থেকো সবাই অনেক সাবধানে –,
জীবনের সখ ফুরানের আগেই
আয়ূ ফুরায় না যেন কারো জীবণে ।
ভয় নাই আমার এখন আর —
সংসারের সব কাজ শেষ করেছি ।
সময় চলে যায় স্রোতের ধারায় —
তবু কেন মাঝে মাঝে মনে হয় আমার
হঠাৎ করে যদি আমি করোনায় মরে যাই ।

বাবলী খান

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫৬   ৯০৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ