ড.শ্যামল নিউজিল্যান্ডে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন

Home Page » বিশ্ব » ড.শ্যামল নিউজিল্যান্ডে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন
শুক্রবার, ১ মে ২০২০



    ড.শ্যামল

বঙ্গ-নিউজঃ রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপ আর যুক্তরাষ্ট্র থেকে যখন একের পর এক বাংলাদেশি মৃত্যুর খবর আসছে, তখন নিউজিল্যান্ডের ওটেগা রাজ্যবাসীকে করোনা যুদ্ধের জন্য প্রস্তুত করছেন একজন ড. শ্যামল দাস। দেশটির সবচেয়ে প্রাচীন ওটেগা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সিনিয়র লেকচারার তিনি। গত এক মাসে প্রায় ৮০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরির নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই বাংলাদেশি। নিউজিল্যান্ড নিবাসী এই শিক্ষকের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন তানজীর মেহেদী।
কিউই পাখির দেশ নিউজিল্যান্ড মানেই প্রকৃতির রূপ আর স্নিগ্ধতা। ওটেগা রাজ্যের ডুনেডিন শহরও ব্যতিক্রম নয়।ওই শহরেই দেশটির সবচেয়ে প্রাচীন ওটেগা বিশ্ববিদ্যালয়। বছর ছয়েক ধরে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত বাংলাদেশের নাগরিক ড. শ্যামল দাস। করোনা নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, সেই দুশ্চিন্তা ভর করেছে নিউজিল্যান্ডবাসীকেও। তাই বাজারে জীবাণু নাশক কিনতে গিয়ে শ্যামল আবিস্কার করলেন, চাহিদার তুলনায় যোগান কম। তখনই মাথায় এলো, নিজেই তো পারেন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে। কথা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। শেষ করেন সকল আইনি ও প্রশাসনিক প্রস্তুতি। শুরু হয় যুদ্ধ।ড. শ্যামলের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ জানিয়ে উপাচার্য দিয়েছেন চিঠি। ড. শ্যামলের প্রশংসা গেয়ে দেশটির স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও এসেছে নানা প্রতিবেদন। যেখানে উজ্জ্বল হয়েছে লাল সবুজের বাংলাদেশ নামটিও।আগামী দিনগুলোয়ও যেকোনো দুর্যোগে নিজের সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় জানান তিনি। ড. শ্যামল   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং  প্রভাষক  ও সহকারী অধ্যাপক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ইতোপূর্বে।

সুত্রঃ  news24

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৩   ১৩৪৩ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ