ভাঙ্গায় চোর অপবাদে শিশু শিক্ষার্থী সহ ৫ জনকে মারপিট

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় চোর অপবাদে শিশু শিক্ষার্থী সহ ৫ জনকে মারপিট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০



ঘটনার শিকার ৫ জন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের সোর্স জাহাঙ্গীর ও তার সহযোগিদের বিরুদ্ধে চোরের অপবাদে শিশু শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে । গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারে এ ঘটনা হয়।
ঘটনার শিকার শিক্ষার্থীরা হলেন, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সাইফুল ইসলাম (১৫), নবম শ্রেণীর আল আমিন (১৪), দশম শ্রেণীর রবিউল ইসলাম (১৪) ও তার বন্ধু সাইফুল (১৪) এবং রফিকুল (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ও তার সঙ্গীরা মামা বাড়ি থেকে মামাকে সহ অটো ভ্যান যোগে নিজ গ্রাম কালামৃধায় ফিরছিলেন। পথিমধ্যে জাহাঙ্গীর ও তার সহযোগিরা দেওড়া বাজারে তাদের গতি রোধ করে। এ সময় তাদের নাম ঠিকানা জানতে চাইলে শিক্ষার্থীরা নিজেদেরকে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয় এবং মুঠোফোনে ওই স্কুলের শিক্ষক মজিবর রহমানের সাথে কথা বলিয়ে দেয়। এতেও তাদের শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে চোর আখ্যায়িত করে তাদেরকে বেদম মারপিট করা হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে ইউপি চেয়ারম্যান, মেম্বার, স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ সকলের উপস্থিতিতে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেন। এ সময় অভিভাবকরা ঘটনার বিচারের দাবিতে পরিষদের সামনে বিক্ষোভ করেন।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যার মো. লিটন মাতুব্বর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশু শিক্ষার্থীদের চোরের অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করা ঠিক হয়নি। এটা দন্ডনীয় অপরাধ।
এ সময় ওই স্কুলের শিক্ষক মজিবর মাষ্টার বলেন, আমার জানামতে তারা আমার বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী এবং ভালো ছেলে। শিশু শিক্ষার্থীদের অন্যায়ভাবে আটকের খবর পেয়ে ঘটনায় সংশ্লিষ্টদের ফোন দিয়েছিলাম। এরপরও তাদেরকে মারপিট করা হয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের শিশু নির্যাতন আইনে বিচারের জোর দাবী জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, জাহাঙ্গীর থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ও বিকাশ প্রতারক চক্রসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তার অপকর্মে এলাকা বাসী অতিষ্ট।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনায় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৮   ৭২৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ