ভাঙ্গায় করোনা টেস্টে পজিটিভ ৩ জন, ১৬ বাড়ী লক ডাউন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় করোনা টেস্টে পজিটিভ ৩ জন, ১৬ বাড়ী লক ডাউন
বুধবার, ২৯ এপ্রিল ২০২০



করোনা পজিটিভ সনাক্তদের বাড়ীতে উপজেলা ও থানা প্রশাসন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় এই প্রথম করোনা পিসিআর ল্যাবরেটরী টেস্টে তিন জন পজিটিভ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে রিপোর্ট পৌছায়। রাতেই ১৬টি বাড়ী লক ডাউন (অবরুদ্ধ) করেছে উপজেলা প্রশাসন।
শনাক্তরা হলেন আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের চান শরীফের স্ত্রী জোসনা বেগম (৪০) ও বালিয়াচরা গ্রামের হায়দার শেখের ছেলে রুবেল (২২) এবং পৌর সভার হোগলাডাঙ্গী এলাকার মাসুম মিয়া সরকারের স্ত্রী শরীফা আক্তার এ্যানী (৪৩)।
সরেজমিনে জানা যায়, করোনা উপসর্গ হওয়ায় তারা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে সোমবার ফরিদপুর মেডিকেল কলেজের করোনা পিসিআর ল্যাবরেটরীতে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে টেস্টের রিপোর্ট পৌছায়। এতে তিন জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়। রিপোর্ট পেয়ে শনাক্তদের বাড়ীতে পৌছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন, থানার উপ-পরিদর্শক শামছুল হক সুমন এবং সাংবাদিকবৃন্দ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শনাক্তদের খোঁজ-খবর নেন। তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ দিয়ে তাদের বাড়ী সহ আশপাশের ১৬টি বাড়ী লক ডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন ফকির জানায়, করোনায় শনাক্তদেরকে আইসোলেশন ইউনিটে রাখা হবে। শনাক্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে এ খবর ছড়িয়ে পড়ায় উপজেলা বাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা লক ডাউন করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১:০৯:১২   ১০৪৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ