তাহিরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে আনসার সদস্যরা

Home Page » সংবাদ শিরোনাম » তাহিরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে আনসার সদস্যরা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০



 ---

স্টাফ রিপোর্টারঃ নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ এখন লকডাউনে। যে কারণে বোরো ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এমন বাস্তবতায় ধান কাটতে কৃষকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে আনসার সদস্যরা। সুনামগঞ্জ জেলার হাওরে এবং সমতলে ২,১৯,৩০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবার। অন্যান্য বছরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে এ ধান কাটার জন্য শ্রমিক আসত। কিন্ত এবার বিশ্বব্যাপী বিস্তার লাভ করা কোভিড-১৯ সংক্রমণের ঢেউ বাংলাদেশেও ছড়িয়ে পড়ায় দেশের প্রায় সকল জেলা লকডাউন করা হয়েছে। ফলে অন্য জেলার শ্রমিকরা এবার সুনামগঞ্জ জেলায় আসতে না পারায় বোরো চাষীরা উদ্বেগে পতিত হয়। তাছাড়া সম্প্রতি আগাম বন্যার সম্ভাবনায় কৃষকদের উৎকণ্ঠা বহুগুণে বেড়ে যায়। এমতাবস্থায় আগামী দিনের খাদ্য সংকট কাটাতে মাঠ পর্যায়ের চাষীদের বোরো ধান কেটে ঘরে তুলে দিতে উদ্যোগ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় সিলেট রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম ধান কাটা কার্যক্রম তত্ত্বাবধান করছেন।

 

 

 

 

 

 

নিচে দায়িত্বপালনরতদের নাম উল্যেখ করা হলো-

 

 

শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভাঃপ্রাঃ)  তাহিরপুর, সুৃনামগঞ্জ এর তদারকিতে

এবং ইউনিয়ন দলনেতা আনোয়ারুল ইসলাম, আঃ মান্নান, সাইদুর রহমান, সুজাদ মিয়া,ইউনিয়ন আনসার কমান্ডারদের দলনেতা নেছার মিয়া এবং সিরাজুল ইসলাম  ও অন্যান্য দলনেতা এবং কমান্ডারদের  সার্বিক সহযোগিতা রয়েছে।

 

সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন সুনামগঞ্জ জেলার ৩৩টি হাওরের এবং সমতলের ২,১৯,৩০০ হেক্টর জমির বোরো ধান কাটার লক্ষ্য নিয়ে ১১টি উপজেলা থেকে তরুণ আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে ৪ হাজার জনের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য যে, তাহিরপুর উপজেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।  আনসার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অন্যান্য উপজেলার ন্যয় তাহিরপুর উপজেলায় বোরো চাষীদের জমিতে ধান কাটেন আনসার সদস্যরা। আনসার সদস্যরা ধান কাটা কার্যক্রমে অংশ নেওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

 

জানতে চাইলে সুনামগঞ্জের বিশিষ্ট লেখক হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি  হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন-

 

“এই সময়টা আমাদের হাওরবাসীর জন্য খুবই ক্রিটিক্যাল একটা সময়।একদিকে বজ্রপাত,শিলপাথর পড়া অপরদিকে জাঙ্গাল ভেঙ্গে যাওয়া।যেকারণে দ্রুত কাটতে বাহিরের শ্রমিক ছাড়া তা কোনক্রমেই সম্ভব হয়না।কিন্তু এ বছর মহামারি ভাইরাস করোনার কারনে বাহির থেকে শ্রমিক আনা যাচ্ছিলনা।এমতাবস্থায় আনসার সদস্যদের ধান কেটে দেয়াটা নিঃসন্দেহে প্রশংসার এবং গর্বের।আমার বিশ্বাস এই উপকার কৃষকরা কোনদিন ভুলবেনা।”

 

 

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৯   ৬৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ