নতুন সূর্যোদয়- নায়লা পাইলট

Home Page » সাহিত্য » নতুন সূর্যোদয়- নায়লা পাইলট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০



নতুন সূর্যোদয়

আশার সাগরে ডুবে নতুন সূর্যোদয়
প্রত্যাশার পানে পথ চেয়ে হৃদয়,
লকডাউন তুলে নিবে পৃথিবীকে
এ আঁধার কেটে যাবে আলোক চন্দ্রিমাকে।

গ্রহ নক্ষত্র হাসছে লীলাখেলা
পৃথিবী বিখন্ড নতুন সূর্যোদয় ষোলকলা,
ধরণী মাতাল আলোর ঝর্ণাধারায় জল্পনা
রূপের মোহনায় চেতনায় আঁকি আল্পনা।

কল্পনায় মনের মাধুরী মিশিয়ে
শয়তানী শক্তির দাপট আপন ভুবনে ,
গৃহ বন্দি লোকালয় সবুজ- শ্যামলিমায়
প্রত্যাশায় আজ ও মাধবীলতায় পিয়ানোর সুরের মূর্ছনায় জেগে রই স্বপ্নের প্রেরণায়।

বৈশাখী সাঁজে সাজব নিজের জগত
দীপ্ত তৃপ্ত তাল- তমাল মানবিকতা মহৎ,
পাখিরা মুক্ত বিহঙ্গ পাখা মেলে খাবার খায় বিশ্বাসে ঘরে ফিরে করোনাকে করেনা তো তারা ভয়।

সমুদ্রের সাগরলতা স্নিগ্ধ মনমাতানো হাসিতে
মৃগ শাল- পিয়ালের বন নির্ভয়ে জোছনা তে,
প্রকৃতি প্রেমিকেরা মেতে উঠবে তার আপন ভূবণে প্রেমের ঘরে ফাঁকা অন্তরে আমি একা ।

মৌন ভবের ঘরে ঈশ্বর অন্তরে আসন পাতে

আমি প্রেম বিনা জেগে পুর্ণজাগ্রত আস্থাতে

আমি পথ চেয়ে রবো তোমার আশাতে
প্রথম প্রেমের আবেগের স্বর্গীয় নেশাতে।

ধরণীর বুকে বাংলা নববর্ষে ইলিশ ,পান্তা, দই, খৈ, কৈ মেতে উঠবে দেশ আমরা নাচব বেশ,
আমার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে বিস্ময়
ছায়ানটের সুরের মুর্ছনায় মুখরিত হবে রমনার বটমূল।

নবান্নকে বরণ করব সবাই এক আত্মার আত্মীয় মায়ের বুকে সন্তান ঘুমাবে প্রশান্তিতে ,
স্পর্শে জাগবে বিবেক বন্ধন দৃঢ় হৃদ নিশি দগ্ধ অনলে পুড়ে আলো নিশি সার্থক সাধনার।

মিলন মেলা,বটতলা- হাটখোলা
পাকা ধান কৃষকের ক্ষেত হাসি ভরা মানুষ ,
প্রকৃতির সবুজের সমারোহ প্রকৃতিকে সম্পদে ভরপুর সবাই হবে মানবিক পৃথিবীর অংশ।

খেজুর গুড়ের পায়েস রেঁধে পিঠা পুলি

হেমন্তের নবান্নকে দেখব নয়নজুরে
আবার দেখা হবে পুকুরের নৌকাতে পা ভেজাবো শীতল পানির স্পর্শ হিমেল পরশে
তোমার আমার শরতের কাশবনে,নয়তো বা ফাগুনের দখিনা সমীরণে।

সেই প্রত্যাশায় অন্তিম বেলা মাটির সঙ্গে মিতালী পরিপূর্ণ মহাঅস্তিত্বের মিলনে

মোর ঈদের খুশিতে মানবিক পৃথিবীর হবে জয়।
এতো নয় আমার পরাজয়।

কবি  নায়লা পাইলট

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৫   ১১২৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ