ভাঙ্গায় গানে গানে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের জন সচেতনতা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় গানে গানে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের জন সচেতনতা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০



গান পরিবেশণ করছে পুলিশ

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুর জেলা পুলিশ। জন সচেতনতার লক্ষ্যে গান পরিবেশন করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার রাতে পৌর সভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ কর্মসূচি সম্পন্ন করা হয়।
সরেজমিনে, বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশে। এর ফলে স্থবির হয়ে পড়েছে জীবন যাত্রার মাণ। এ ভাইরাস সংক্রমণ রোধ করতে ফরিদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানায় গান গেয়ে সচেতনতা বৃদ্ধি করছে পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় আসেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ সময় তিনি থানা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে পৌর সভার কাপুড়িয়া সদরদী এলাকায় জেলা পুলিশের সদস্যরা উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে সচেতনতা মূলক দুটি গান পরিবেশন করেন। উক্ত সময়ে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম
এ বিষয়ে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, সরকারের নির্দেশক্রমে করোনা ভাইরাস প্রতিরোধ করতে আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। শুরুতেই পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের শিবচর থানা লক ডাউন করা হলে, ভাঙ্গা ও সদরপুরের সাথে শিবচরের যাতায়াত পথ বন্ধ করা হয়। তিনি বলেন, ইতোমধ্যে আমরা অন্যান্য জেলার সাথে যাতায়াত বন্ধ করার লক্ষে কয়েকটি চেকপোষ্ট করেছি। ফরিদপুরে প্রায় পাঁচ হাজার প্রবাসী এসেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইন করতে আমরা অনেকটাই সফলতা পেয়েছি। বিদেশ ফেরতদের মধ্যে কারোর করোনা পজিটিভ হয়নি বলেও তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ভাঙ্গায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সনাক্ত হওয়া এলাকাগুলির লোকজন থেকে সংস্পর্শ রোধ করতে পারলে এ ধারা অব্যাহত রাখতে পারব। অফিসার ইনচার্জকে এ মেসেজটি দিয়েছি। অন্যান্য এলাকার লোকদের সংস্পর্শ রোধ করতে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, জনপ্রতিনিধিদের আরোও তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

বাংলাদেশ সময়: ২:১৫:০৩   ৭৮৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ