ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জের, সংঘর্ষে নিহত-১ আহত ১৫

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জের, সংঘর্ষে নিহত-১ আহত ১৫
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০



সংঘর্ষে নিহত শহিদ মাতুব্বর ও পুলিশ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে শহিদ মাতুব্বর (৪৫) নামক এক স্বতন্ত্র এমপির সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লক্ষীপুর গ্রামে জাহাঙ্গীর শেখ এবং শাহ জাহান মাতুব্বরের উভয় দলের রক্তক্ষয়ী সংঘর্ষে তার মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
নিহত শহিদ মানিকদাহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে ও শাহ জাহান মাতুব্বরের দলের লোক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর শেখের সাথে শাহ জাহান মাতুব্বরের গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শাহ জাহান মাতুব্বরের লোকজনের কয়েকটি বাড়িঘর লুট তরাজ করতে থাকে জাহাঙ্গীর শেখের লোকেরা। এ সময় তাদেরকে বাধা দিলে শহিদ মাতুব্বরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যু বরণ করেন। কয়েক ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে আরও ১৫ জন গুরুতর সহ আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় দলের ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা হয়েছে। এ ঘটনায় শহিদ মাতুব্বর নামক এক জনের মৃত্যু হয়েছে। মরদেহটি ফরিদপুর মর্গে ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৯   ৮৭৮ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ