“গণমাধ্যমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সরকারদলীয় এমপি গোলাম মাওলা রনি”

Home Page » জাতীয় » “গণমাধ্যমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সরকারদলীয় এমপি গোলাম মাওলা রনি”
রবিবার, ২১ জুলাই ২০১৩



07212013134604rony1.jpgবঙ্গ-নিউজ ডটকম:সদলবলে সাংবাদিক পেটানোর অভিযোগের পর এবার গণমাধ্যমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সরকারদলীয় এমপি গোলাম মাওলা রনি। গতকাল শনিবার রাতে প্রচারিত টকশো ‘তৃতীয় মাত্রা’য় তিনি গণমাধ্যমের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
রনি বলেন, “ইনডিপেন্ডেন্ট টেলিভিশনসহ সব গণমাধ্যমকে আমি আহবান জানাচ্ছি আমার বিরুদ্ধে তদন্ত করেতে। পারলে কেউ আমার কোন দুর্নীতি প্রকাশ করুক।” অনুষ্ঠানে অতিথি হিসেব আরো ছিলেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মহিউদ্দীন।
উল্লেখ্য, গতকাল শনিবার, ২০ জুলাই দুপুরে নিজ অফিসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জনপ্রিয় অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সাংবাদিকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে রনি ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় টেলিভিশন চ্যানেল ও রনির পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়েছে।
‘তৃতীয় মাত্রা’য় রনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ নেই। দরকার হলে সবাই তাঁর ও তাঁর স্ত্রী একাউন্ট ও তাদের লেনদেন পর্যালোচনা করে দেখতে পারেন। তবে অনুষ্ঠানে রনির বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলে ধরেন সাংবাদিক খালেদ মহীউদ্দীন।
উল্লেখ্য, এর আগে পটুয়াখালী এলাকার সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বেশ কিছু দৈনিকে দুর্নীতির সংবাদ প্রকাশ হয়েছে। এমনকি এসব ঘটনায় প্রথম আলো, সমকাল, কালের কন্ঠসহ বেশ কিছু পত্রিকার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি। তবে এসব থেকে রক্ষা পেতে সম্প্রতি অখ্যাত একটি অনলাইন সংবাদ মাধ্যমকে রনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন বলেও শোনা যায়।

বাংলাদেশ সময়: ২০:৪৩:০৩   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ