এলো বৈশাখ-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » এলো বৈশাখ-গুলশান আরা রুবী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০



---বৈশাখ এলো নতুন সাজে বারোটি মাস পর।

প্রতি বছর বসন্তের কোকিলের গানের সুরে সুরে আসে আজকের পহেলা বৈশাখ ,

কৃষ্ণচূড়ার শিমুলের ডালে লালে লাল আর ঐ ফুলে মৌমাছিরা গুঞ্জনে বাহারী সব ফুলে।

ছোঁয়ে যাবে বৃষ্টির জ্বলে মাটি বিন্দু বিন্দু বারি ধারায় ঐ বৈশাখে।

এসেছো তুমি হে বৈশাখ আগামী বছরের নতুন আশার আলোয়,

নতুন ফসলে নতুন ধারা নতুন বার্তা নিয়ে

প্রাণে তরে রঙ্গিন স্বপ্নের শোভযাত্রা হয়ে।

রিক্ত মনে সিক্ত হয়ে শান্তির ঢোল বাজে

মানব জীবন একবার যখন এ ভুবনে

সকল ঘৃণা সকল দুঃখ ভুলে গিয়ে সাজাও এমন,

মনের আল্পনায় ইচ্ছে গুলো পূর্ণকরো বৈশাখী আমেজে

আজি এ বটবৃক্ষে শাখার তলে রমনার ঐ পার্কে কত আত্মা কাঁদে;

এই আনন্দ কোলাহলে সুখের নীড়ে।

বয়ে বেরায় তাজা প্রাণে আত্মচিৎকার বাতাসে বাতাসে

আঘাত আনিল খুশির আলোরনে বেদনায় ফুল ঝরায়ে,

কালের বৃক্ষে ফুটে কতশত ফুল আর যেন হয়না এমন ভুল।

কেউ কি তার হিসেব রাখে,

বাসন্তী শাড়ি পরে,

মনের খুঁনশুটিতে রেখেছি তাদের,

অপরুপ যত্ন সহ কারে,

পহেলা বৈশাখীর নব যৌবনে বসন্তের কোকিল ডাকে।

ফুলে ফুলে সাজানো বনে

নববর্ষ নতুন সনে

দেখি চেয়ে ভিন্ন রুপে ভিন্ন জাতীর ক্ষণে,

কত ছবি আঁখি আমি মনের অন্তরালে

লিখে যাই শব্দ চয়নে কতশত কলমের চলে।

জাতী ধর্ম সব মিলে সব কিছু

ভুলে গিয়ে

সকল ব্যথর্তার গ্লানি মুঁছে দিয়ে

আনন্দের যাত্রা শুরু হোক সবার হৃদয়ে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৯   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ