‘অভিনয় শিল্পী সংঘ’ ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছে তাদের সহায়তা !

Home Page » সারাদেশ » ‘অভিনয় শিল্পী সংঘ’ ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছে তাদের সহায়তা !
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০



 ছবি বঙ্গ-নিউজের ক্যামেরায়

বিশেষ প্রতিনিধি বঙ্গ-নিউজঃ করোনা মহামারিতে এই বন্দী অবস্থায় বাংলাদেশের ‘অভিনয় শিল্পী সংঘ’ তাদের নিজেদের শিল্পীদের মধ্যে যাদের বাড়িতে জরুরি সহায়তা পাওয়া দরকার তাদেরকে লিস্ট করে পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী ও নগদ টাকা । গতকাল ৯ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায়  উত্তরার জমজম টাওয়ারের পাশে এই দৃশ্য দেখেন এবং তাদের সঙ্গে আলাপ করেন বঙ্গ-নিউজ ডটকম এর সম্পাদক ও বিডিসি চ্যানেল এর চেয়ারম্যান অধ্যাপক  লুৎফর রহমান জয় । বাংলাদেশে সংশ্লিষ্ট সকল সংগঠন ,সংস্থা  অফিস , কারখানা , অধিদপ্তর  প্রভৃতি তাদের  নিজ নিজ  সদস্যদের এভাবে পারস্পরিক সহয়তা করলে এই দূর্যোগ মোকাবেলা করা সহজ হয়ে যাবে , বলে মন্তব্য করেন  বিডিসি,’ র সম্পাদক অধ্যাপক জয় । সহায়তা প্রদানের স্পটে থাকা অর্থ সম্পাদক- নূর এ আলম নয়ন,এবং দপ্তর সম্পাদক - শেখ মেরাজুল ইসলাম জানান এই সংগঠনের বিশেষ করে সভাপতি -শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক - আহসান হাবিব নাসিম, আইন ও কল্যাণ সম্পাদক - শামীমা ইসলাম তুষ্টি, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান, আনিসুর রহমান মিলন, প্রচার সম্পাদক প্রান রায়, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইটি সম্পাদক সুজাত শিমুল, কার্যনির্বাহী সদস্য নাদিয়া আহমেদ, জাকিয়া বারী মম সহ কমিটির সকলেই বিভিন্নভাবে মন প্রাণ দিয়ে এই কার্যক্রমকে সফল করার চেষ্টা করে যাচ্ছেন । আইন ও কল্যাণ সম্পাদক শামিমা তুস্টির নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে । উদ্ভুত করোনা পরিস্থিতিতে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সবাই ঘরে থেকেই ভিডিও কনফারেন্স করছে নিয়মিত। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের জন্য আরো কি কি সহযোগীতা করা যায়, এই নিয়ে সবাই কাজ করছেন।

ছবি বঙ্গ-নিউজের ক্যামেরায়

লকডাউন অবস্থায় এভাবে বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী ও অর্থ দেয়ায় তো আপনাদের অনেক ঝুঁকি থাকতে পারে প্রশ্ন করলে শেখ মেরাজুল ইসলাম ও নূর এ আলম নয়ন বলেন, ‘ আমরাও গত ২০দিন ঘরে থেকেই কাজ করেছি কিন্তু এসব সহায়তা দেয়ার জন্য কাউকে না কাউকে তো বের হতেই হবে। তবে আমরা গাড়ি, খাদ্য সামগ্রী এবং নিজেদের যতদূর সম্ভব সেফটি করে এবং প্রশাসন থেকে অনুমোদন নিয়েই সেবামূলক এই কাজটি করার জন্য বের হয়েছি।’ তাদের এই সহয়তার মধ্যে কোনো সেলফি দাতা ছবি প্রদর্শন নাই। নিজেদের পরিবারের সহায়তা নিজেদেরকেই করতে হবে এই মনোভাবে তারা কাজ করছেন ।  এমন কাজকে আমরা সবাই স্বাগত জানাই , সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসুন এমনভাবে ।

ছবি বঙ্গ-নিউজ

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৯   ১০৮২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ