মধ্যনগরে সেঁচে বাঁধা,বিপাকে চাষীরা

Home Page » সংবাদ শিরোনাম » মধ্যনগরে সেঁচে বাঁধা,বিপাকে চাষীরা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০



---

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লুঙ্গাতুঙ্গা জলমহাল থেকে আশপাশের বোরো জমিতে পানি সেচ দিতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় ৬ শতাধিক কৃষক। প্রশাসনিক আদেশ পালন করতে জলমহালের ইজারাদার জলমহাল থেকে জমিতে পানি সেচতে নিষেধ দিচ্ছেন কৃষকদের। ফলে কয়েকদিন ধরে কৃষকেরা জমিতে পানি দিতে না পারায় ফসলের উপর ক্ষতিকর প্রভাব পড়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের আওতাধীন ৬৫ এক আয়তনের এ জলমহালটি স্থানীয় রংচী জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেড ১৬ লাখ টাকা মূল্যে ছয় বছর মেয়াদে ইজারা পায়। এ জলমহালের পানি থেকে আশপাশে ৮/১০টি গ্রামের ৬ শতাধিক কৃষক তাদের বোরো জমিতে পানি সেচ দিয়ে থাকে। সম্প্রতি এ জলমহাল সেচে মাছ শিকার করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে জলমহাল থেকে পানি সেচে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রাশাসন। আর প্রশাসনের নির্দেশনা মানতে ইজারাদারও কৃষকদের পানি সেচতে বাঁধা দিচ্ছেন। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

রংচী গ্রামের কৃষক আব্দুল হালিম, খিদিরপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও রুহুল আমিন, নিশ্চিতপুর গ্রামের কৃষক আলম মিয়াসহ আরও অনেকেই জানান, ‘দীর্ঘ বছর ধরে এ জলমহাল  থেকেই আশপাশের জমিগুলোতে পানি দেওয়া হয়। আগে কোনোদিন পানি দেওয়ায় নিষেধ আসেনি। কিন্তু কয়েকদিন ধরে ইজারাদার ও তাদের লোকজন জলমহাল থেকে জমিতে পানি দিতে নিষেধ করছে। এতে করে জমির জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

রংচী জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামছু নূর জানিয়েছেন, জলমহাল সেচে মাছ শিকারের জন্য কখনওই মেশিন বসানো হয়নি। কৃষকেরা তাদের জমিতে পানি দিতে মেশিন বসিয়ে ছিল। প্রশাসন থেকে পানি সেচে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা কৃষকদেরকে পানি সেচ দিতে নিষেধ দিয়েছি। কিন্তু কৃষকেরা তা মানছেনা।’

এদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব গত মঙ্গলবার জলমহালটি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, জলমহাল সেচে মাছ শিকারের জন্য কোনো মেশিন সেখানে পাওয়া যায়নি। তবে একটি মেশিন পাওয়া গেছে যা দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।’

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘দীর্ঘদিন ধরে এ জলমহাল থেকে জমিতে পানি দেওয়া হয়। কিছুদিন আগে কৃষকেরা ধানে পানি দেওয়ার জন্য মেশিন লাগিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন অভিযোগ করে যে ইজারাদার জলমহাল সেচে মাছ শিকার করছে। এ কারণে ইজারাদারকে শোকজ করা হয়। কিন্তু বিল সেচার জন্য মেশিন লাগানো হয়নি। কৃষকেরা আবেদন জানালে জমিতে পানি সেচে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জলমহাল শুকিয়ে মাছ ধরা যাবে না, এটি অপরাধ।’

বাংলাদেশ সময়: ১০:০৬:০২   ৭৩০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ