আমরা বাঁচতে চাই-আবু তালহা বিন মনির

Home Page » আজকের সকল পত্রিকা » আমরা বাঁচতে চাই-আবু তালহা বিন মনির
বুধবার, ৮ এপ্রিল ২০২০



---


জ্ব্যোঃস্না ছড়ানো শশীর রাতে,

মস্তিষ্কে ভনভন করে কিছু প্রদীপ জ্বলা জোনাকী।আকাশের পানে চেয়ে থেকে কতই না স্বপ্ন এ হৃদয়ে আঁকি।


হৃদয়ের বিশালতায় গেঁথেছি কত স্বপ্ন।

সাধ্যের থেকে সাধ বড় হলেও ভাবি একদিন পূরণ হবে সব স্বপ্ন।


সত্যিই কি পূরণ হবে! স্বপ্নবাঁজ তরুণদের সব স্বপ্ন!

যদিও সব না হয় পূরণ,কিছু হলেও জাগাবে আশার বাণী।


কিন্তু আজ তো অনিশ্চিত আমাদের ভবিষ্যৎ!

সারি সারি লাশের মিছিল আজ ডাকছে আমাদের।কবে জানি হানা দেয়ে ঐ মিছিলে যোগ দিতে।


মস্তিষ্কে ভনভন করা জোনাকী পোকাগুলো,

আজ আগের মতো জ্বালায় না প্রদীপ।

দিবানিশি পীড়া দেয়া স্বপ্নগুলো তো আজ ঝুলন্ত।


বাঁচব কি আমরা!

যদি ঐ লাশের মিছিল হানা দেয় আমাদের।অবিশ্রান্ত গ্লানি নিয়ে প্রদীপ জ্বালা বন্ধ করে দিবে ঐ জোনাকী।

ঝুলন্ত স্বপ্নগুলো উঠবে না আর দাঁড়িয়ে।

শুকনো পাতার মতো ঝরে যাবে নিমিষে।

আমরা তো বাঁচতে চাই।আজই মিশে যেতে চাইনা ঐ মৃত্যুর মিছিলে।


ইতালী,আমেরিকা,চীন আর স্পেনের মাটিতে।

না জানি কত স্বপ্নই ঝরে গিয়েছে অকাতরে।

আমরা তো ঝরাতে চাই না আমাদের স্বপ্নগুলো।

আমরা তো আজ বাঁচতে চাই।

আজই মিশে যেতে চাইনা ঐ লাশের মিছিলে।


আজ আমাদের বাঁচাতে সহযোগিতা করবে কে!

আপনিই পারেন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে।

আমাদের স্বপ্নগুলো আজ আপনার সহযোগিতায় দেখবে আশার আলো।

শুধু দয়াকরে আপনি থাকুন বাড়িতে।


জানেন ভাই!

আজ বুকটা কেঁপে উঠে।

এভাবে মরে যেতে হবে!

জানি একবার মরতে হবে।

কিন্তু এভাবে!


দয়াকরে সবাই থাকুন বাড়িতে।

শুধু আমরাই যদি থাকি বাড়িতে।

আর আপনি থাকেন বাহিরে।

আপনিই তো বাহির থেকে নিয়ে আসবেন মহামারী করোনা আমাদের উপহার দিতে।


শুনুন একবার-

এই কটা দিন থাকুন বাড়িতে।

আমাদের দিকে নয়-আমাদের মতো তরুণ প্রজন্মের হৃদয়ে গাঁথা স্বপ্নগুলোর দিকে তাঁকিয়ে,

এই কটা দিন থাকুন বাড়িতে।

কারণ- আমরা নয়।

ঝুলন্ত অবস্থা থেকে উঠে দাঁড়াতে চায় আমাদের স্বপ্নগুলো।

তাই আজই আমরা চাই  না মিশে যেতে ঐ মৃত্যুর মিছিলে।

আজ আমরা বাঁচতে চাই।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৩   ৫৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ