আজ কবি মেরিনা সঈদ এর জন্মদিন

Home Page » বিনোদন » আজ কবি মেরিনা সঈদ এর জন্মদিন
শনিবার, ৪ এপ্রিল ২০২০



কবি মেরিনা সঈদ

আজ ৪ ঠা এপ্রিল  কবি মেরিনা সঈদ এর জন্মদিন ।তিনি প্রখ্যাত সাহিত্যক বাঙ্গাল আবু সঈদের একমাত্র কন্যা,
“কবি বাঙ্গাল আবু স্মৃতি পরিষদ” এর প্রতিষ্ঠাতা,সাংবাদিকতা সহ অনেক সংগঠনে জড়িত,ইতিমধ্যে প্রকাশক হিসেবে তিনটি গ্রন্থ প্রকাশ করেছেন দুটির অপ্রকাশিত কাজ করছেন।

মেরিনা সঈদের পিতা কবি বাঙ্গাল আবু সঈদ -প্রকাশিত শ’খানেক গ্রন্থ এবং অপ্রকাশিত আরো কিছু গ্রন্থের মাঝে - মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস “অগ্নি সংগ্রাম”,আত্মজীবনী,রম্য রচনা, রাজনৈতিক ও দেশপ্রেম নিয়ে অপ্রকাশিত উপন্যাস রয়েছে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে ছিল ঘনিষ্ঠ রাজনৈতিক পারিবারিক হার্দিক সম্পর্কে আবদ্ধ কবি বাঙ্গাল আবু সঈদ তাঁর পরিবার সহ পূর্বসূরীরা।
মেরিনা সঈদ এর তখন জন্ম হয়নি। শিশুকালে বাবা মাকে হারিয়ে ফুফাতো বোন ডক্টর সেলিমা সাঈদ এর কাছে বড় হয়েছে।
কবি মেরিনা সঈদ কবির পূর্বসূরিদের সাহিত্যিক সৃজনী প্রতিভা অজানা নয়। কবি কন্যা মেরিনা সঈদ বেড়ে ওঠার সাথে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়তে থাকে তাই তার প্রথম বই গ্রন্থ ২০০৪ সালে প্রকাশিত উৎসর্গ জাতির পিতাকে। মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে-বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।
জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী-
বাংলা ও ইংরেজি দুটিগ্রন্থ, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা বাংলা ও ইংরেজিতে তিনটি গ্রন্থ।
কবি মেরিনা সঈদ তাঁর বাবা বাঙ্গাল আবু সঈদ এর খুব কাছের প্রিয় ব্যক্তি আর কেউ নন- আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবির একান্তই চেষ্টা মহৎকর্ম- শিশু থেকে প্রতিটা মানুষের কাছে বঙ্গবন্ধু জীবন ও কর্মকে তুলে ধরা মূল লক্ষ্য।

অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে “ছোটদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” এবং BANGBANDHU FOR THE CHILDREN. ও তিনটি কবিতার বই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা।
বাংলা, ইংরেজি, আরেকটা বাংলা ইংরেজি সহ। শুধুই বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে বঙ্গবন্ধুর জীবনকর্ম সারা বিশ্বে শিশু থেকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়াও কবি মেরিনা সঈদ বঙ্গবন্ধুর জীবনী এবং কবিতা বই স্প্যানিশে প্রকাশ করছেন।
“ছোটদের বঙ্গবন্ধুর:জীবন ও কর্ম ”
“পিতাকে কখনো দেখিনি” “BEACON OF HOPE”
“প্রিয়  তুমি পিতা তুমি “ও
“Bangabondhu for the children”
এই পাঁচটি কাব্যগ্রন্থ মুজিববর্ষে প্রকাশিত হয়েছে। মোট ১৬ টি প্রকাশিত কাব্যগ্রন্থ হয়েছে,তার লেখা ও কবিতায় প্রেম, দেশাত্মবোধ,স্বদেশ চিন্তা, সমাজ ভাবনা সহ নারী প্রগতিও বিশ্ববীক্ষা প্রকাশিত হয়েছে। অবিচল সাহিত্য মননশীল এই কবির লেখার একটি বড় অংশ জুড়েই আছে একটি বড় অংশ জুড়েই থাকে দেশপ্রেমও মুক্তিযুদ্ধ।
তার কাব্য সহ অন্য লেখাগুলো পড়লে সে কথা দৃষ্টান্ত পাওয়া যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক “ছোটদের বঙ্গবন্ধু :জীবন ও কর্ম” অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটি সে কথার প্রমাণ পাওয়া যায়।

আমরাই কবির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা, সুস্থ জীবন,দীর্ঘায়ু কামনা করি।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৪   ৮২২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ