রিয়াদ ও জেদ্দাসহ মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ

Home Page » প্রথমপাতা » রিয়াদ ও জেদ্দাসহ মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০



ফাইল ছবি       বঙ্গ-নিউজ:  রিয়াদ ও জেদ্দাসহ মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা ও মদিনায় পুরো ২৪ ঘণ্টা কারফিউ থাকবে।

এর ফলে ওমরাসহ পবিত্র নগরী দুটির কোন মসজিদেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না।

গালফটুডের খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে রিয়াদ ও জেদ্দাসহ মক্কা-মদিনা সিল করেছে। এ শহরগুলিতে প্রবেশ নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমস্ত প্রদেশের মধ্যেও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কারফিউ জারি করা হলেও কেবলমাত্র প্রাপ্ত বয়স্করা জরুরি ওষুধ ও খাবার আনতে সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে বাড়ি থেকে বের হতে পারবেন। আর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ আদেশের বাইরে থাকবে।

এ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে এক হাজার ৮৮৫ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২১ জন।

দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।

ইত্তেফাক/জেডএইচ

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৪   ৬৫২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ