ভাঙ্গায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে শত শত লোকের সমাগম

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে শত শত লোকের সমাগম
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০



সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে শত শত লোকের সমাগম

ব্যুরো চিফ, ফরিদপুরঃ

চীনে প্রথমে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এ ভাইরাসের কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে এ ভাইরাসে বাংলাদেশেও আক্রান্ত হয়েছে ৫৬ জন (বৃহস্পতিবার পর্যন্ত)। ইতোমধ্যে এ ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগমে নিষেধাজ্ঞা জারী করেছে সরকার। ফরিদপুরের ভাঙ্গায় সরকারী জারীকৃত জনসমাগমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসেছে হাট-বাজার।

সরেজমিনে, বৃহস্পতিবার বাবলাতলা নতুন বাজারে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শত শত লোকের সমাগমে পূর্ণ ছিল বাজারটি। নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দোকান থেকে শুরু করে বেশিরভাগ দোকান ছিল খোলা। বিকালে সাংবাদিকেরা বাজারে উপস্থিত হলে, স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে বাজারে জনসমাগমের জন্য নিষেধ করতে দেখা যায়। তবে এতেও জনসমাগমের পরিবর্তণ না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) বারংবার মুঠোফোনে অবহিত করা হয়। অবহিত করার প্রায় এক ঘন্টা পর সহকারী কমিশনার (ভূমি) বাজারে প্রবেশ করলে এদিক ওদিক ছোটাছুটি করেন বাজারে আসা লোকজনেরা।

সহকারী কমিশনার (ভূমি) বাজারে প্রবেশ করলে এদিক ওদিক ছোটাছুটি করেন বাজারে আসা লোকজনেরা।
সচেতনতার অভাবকে দায়ী করে স্থানীয় জনপ্রতিনিধি মো. ফিরোজ মেম্বার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, আমরা মাইকিং করে জনসমাগমের জন্য নিষেধ করেছি। এত লোকজনের সমাগম হবে ধারণা করতে পারিনি। পরবর্তীতে যেন এরকম না হয় সে জন্য অতি দ্রুত আমরা কমিটির লোকেরা ব্যবস্থা গ্রহণ করবো।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন সাংবাদিকদের বলেন, ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে হোম কোয়ারেনটাইন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করণ প্রোগ্রামটি চলমান রয়েছে। উপজেলার জনবহুল হাট ও জনবহুল স্থানগুলিতে আমরা প্রতিনিয়ত যাচ্ছি এবং সাধারণ জনগন যাতে নিজ নিজ ঘরে থাকে সেজন্য বোঝানো হচ্ছে।
ঘটনাস্থলে পৌছানো সম্পর্কে তিনি বলেন, উপজেলায় একটি মিটিংয়ে ছিলাম তাই এখানে (বাবলাতলা বাজারে) আসতে একটু বিলম্ব হয়েছে। আসার পর আমি চেষ্টা করেছি এখানে আসা সকলকে স্ব স্ব বাড়ীতে পৌছানোর জন্য।
এ সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব, পারস্পরিক আদান প্রদান ও সরকারের নির্দেশকে মান্য করে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান সহকারী কমিশনার (ভূমি)।
প্রশাসনিক তদারকী আরোও জোরদার হলে রোধ হতে পারে হাট-বাজারের জনসমাগম। জনসচেতনা বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থার ফলে এ ভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব হতে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা।

বাংলাদেশ সময়: ০:৫৯:৩৪   ২০১৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ