মধ্যনগরে ঢোলপাই বিল সেঁচে চলছে মাছ ধরার মহোৎসব

Home Page » সংবাদ শিরোনাম » মধ্যনগরে ঢোলপাই বিল সেঁচে চলছে মাছ ধরার মহোৎসব
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০



---বঙ্গ-নিউজ //সুনামগঞ্জের মধ্যনগর থানার ঢোলপাই বিলের জলসায় সেঁচে চলছে মাছ ধরার মহোৎসব।

ইজারাদাররা সেলু-মেশিন দিয়ে ঢোলপাই বিলের  জলশায় গুলো শুকিয়ে  ধরছে মাছ। ইজারাদারগন এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায়  এলাকার সাধারন মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।ঢোলপাই বিলের জলশায়ের  তলা শুকিয়ে মাছ  ধরার কারনে  আমাদের কাছ থেকে দেশীয় প্রজাতির চির চেনা মাছগুলো শিং, মাগুর, কৈ, টেংরা, পুঁটি, শোল, টাকি, বাইল্যা, মিনি, বেদা, রানী, বাইম,কাইলা,কৈলা,পাবদা,ঘইন্যা,তারা বাইম,মকা, ইছা, তিতনা  ইত্যাদি মাছ গুলো হারিয়ে যাচ্ছে।


এভাবে মাছ ধরলে ঢোলপাই বিলের মাছ ও জলজ উদ্ভীদের বংশ বিস্তার ব্যাঘাত ঘটার আশংকা ঐ অঞ্চলের সাধারন মানুষ।

এলাকাবাসী আরোও জানায়,এই গ্রামের অধিকাংশ মানুষ বিলের পানি দিয়ে বোরো ফসলের সেঁচ দেওয়া,গোসল করা,কাপড়-চোপড় ধোয়া,গবাদিপশু ধৌত করে থাকে। যারফলে চরম বিপাকে আছে ঐ  এলাকার অধিকাংশ মানুষ। উল্লেখ্য যে, বর্তমানে সারদেশ যেখানে আতংকিত করোনা ভাইরাসের প্রভাবে যেখানে সরকার প্রত্যেক মানুষকে ঘরে অবস্থান করার বলছে।সেই নিয়ম তোয়াক্কা করে ইজারাদার বিলের মাছের বংশবিস্তার নষ্ট করার পায়তারায় মেতে ওঠেছে।


বিগত ৩ বছর আগে ঐ এলাকার চামরদানী গ্রামের  উত্তরপাড়া মৎস্যজীবি  সমবায় সমিতি লিমিটেড ইজারা পায় টোলপাই বিল।ঐ সমিতির সভাপতি শাহজাহান  মিয়া, সাধারণ সম্পাদক রফিক মিয়া।ঐ সমিতি বিলের ইজারা পাওয়ার পর  চুক্তি অনুযায়ী চামরদানী গ্রামের মোরাদ তালুকদার ও জুয়েল মিয়ার কাছে বিক্রি করে দেয়।পূনরায় ইজারার জন্য চামরদানী গ্রামের উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড টেন্ডারে অংশগ্রহণ করেছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব জানান, ঢোলপাই বিলের ইজারাদারদের বিরুদ্ধে এমন একটি অভিযোগ পেয়েছি।এদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন করে এদের ইজারা বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ১২:১১:২১   ৬৫৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ