মা’কেই হত্যা করল পাষন্ড ছেলে মাদকের টাকার জন্য

Home Page » শিশু-কিশোর » মা’কেই হত্যা করল পাষন্ড ছেলে মাদকের টাকার জন্য
সোমবার, ৩০ মার্চ ২০২০



প্রতিকী ছবি

বঙ্গ-নিউজঃ । সজীব হাওলাদার(১৭) গাঁজা ও ইয়াবা সেবন করতো।  মা সুরাইয়া আক্তার(৪৫) মানুষের বাসাবাড়িতে কাজ করতেন। গেল শুক্রবার রাতে মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় সজীব। টাকা না দেয়ায়  মাকে ছুরিকাঘাতে হত্যা করে এই পাষন্ড সন্তান ।

গত শুক্রবার (২৭ মার্চ) যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শনিবার (২৮ মার্চ) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন সজীব। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সোমবার (৩০ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (উপ-পরিদর্শক) আব্দুল্লাহ আল মাসুদ  বলেন, ‘সজীব গাঁজা ও ইয়াবা সেবন করতো। মাদকের টাকা না পাওয়ায় নিজের মাকে ছুরিকাঘাত করে হত্যা করে। সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ চৌরাস্তায় লাড্ডু মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন সুরাইয়া। তিনি বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। তার ছেলে সজীব মাদকাসক্ত ছিলো। শুক্রবার রাতের বেলা বাসায় মায়ের কাছে মাদকের জন্য টাকা চায় সে । টাকা না পেয়ে মায়ের ওপর অত্যাচার শুরু করেন। অত্যাচার সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে আসে সুরাইয়া। তার পিছে পিছে সজীবও বাসার সামনের রাস্তায় এসে তার মাকে ছুরিকাঘাত করে।

চিৎকার শুনে এলাকার লোকজন সজীবকে ধরে থানায় খবর দেয়। সুরাইয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুরাইয়ার ছোট ছেলে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করে। মামলায় একমাত্র আসামি করা হয়েছে সজীবকে।

সজীবকে আটক করে ঢাকা মেডিকেল পুলিশ। এরপরে তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

পরের দিন সজীবকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (উপ-পরিদর্শক) আব্দুল্লাহ আল মাসুদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৪   ৭৪৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিশু-কিশোর’র আরও খবর


আজ মৃদু হাসি দিবস
জন্মের সময়ে হাসপাতালে অদলবদল হয়ে যাওয়া শিশুই হয়ে গেল জীবনসঙ্গী
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এর জাতীয় পর্যায়ে একান্ত ঐতিহ্য’র সাফল্য
কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
আজ স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু
দেশে আশংকাজনক আত্মহত্যা বাড়ছে তরুণদের মধ্যে
শেখ রাসেল দিবস; ৫৮তম জন্মদিন
ঝিনাইদহে এক ঘন্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নবম শ্রেণির ছাত্রী অরিন

আর্কাইভ