“আমার মা ও বাবা” -বাবলী খান

Home Page » সাহিত্য » “আমার মা ও বাবা” -বাবলী খান
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০



“আমার মা ও বাবা” -বাবলী খান

এখন আর ছন্দের কবিতা আবৃত্তি
করতে আর না চাইনা ,
কারো কাছে কষ্টের কোন গল্প
বলতেও আর পারিনা ।
তবুও তো জীবনের কিছু গল্প
কাউকে আমি শোনাতে চাই
সেই রকম মনের মত স্বজন
কোথায়ও না আর দেখতে পাই ।
যারা বুঝতো আমার মনের কথা ,
মন খুলে বলতে পারতাম
আমার সব মনের ব্যথা ।
এমন সুজন শ্রোতা কোথায়ও
এই দুনিয়াতে আমার আর যে নাই
ঐ দুনিয়াতে গেলেই পাব সেই মানুষ
যাদের আমি বারেবারে কাছে চাই ।
ওরা যে চলে গেছে বহুদিন হয়েছে পার ,
আমি তো ওদের আদরের ধন ,
আপন থেকে আপন ছিলাম যার যার।
সে ছিল আমার মা , ছিল আমার বাবা
প্রচন্ড গরমে তারা ছিল শীতলছায়া
পেতাম অফুরান মমতা, স্নেহ, মায়া ।
এই পৃথিবীতে এখন মা ,বাবা ছাড়া
নিজেকে লাগে বড়ই একা ,
ঘরে বাইরে যে দিকে তাকাই
মা ,বাবার মুখের ছবিটি যে দেখতে পাই ।
জীবনের যত সফলতার গল্প ,
মনের সবকথা শোনার
মানুষ ছিলই শুধু আমার মা –
মাগো,কষ্টগুলো বুকে নিয়ে
পথচলাতে আজ থমকে যায় দুটি পা ।
আজকাল বড়ই শান্ত হয়ে গেছি আমি
একটুতেই ক্লান্ত হয়ে যাই সব কাজে –।
আগের মতো মনে হয় সেই নই আমি ।
বাবাও নাম ধরে ডাকবেনা —
জানি বাবা আসবেও না আর কোনদিন
তবু বাবার ডাকের অপেক্ষায় —
পথের দিকে তাকিয়ে থাকি আমি ।
মা , পিছু ডেকে বলবেনা —
আমার কাছে আবার আসবে কবে —
মাগো,কিছুই বলতে পারছিনা যে আমি
সেকথা মনে হলে বুকে করে ব্যথা —
এখন চোখ দুটি হয়ে গেছে ছোট্ট নদী ,
বুকের ব্যথাটা ধীরে ধীরে কমে যেতো —
যদি একবার এসে শুধু —
আমায় বুকে জড়িয়ে ধরতে তুমি ।
বাবা নাই , মা তুমিও নাই পৃথিবীতে
দেহ তোমাদের চলে গেছে পরাপরে,
কিন্তু তোমাদের আত্না যে কথা বলে–
আমার সাথে কানে কানে –
মনে মনে বিড়বিড়িয়ে আমি —
কথা বলি নির্জনে , ইবাদতের ধ্যানে ।
তোমরা দুজনে কোথায় আছো
কেউ তা জানেনা ,জানি শুধু আমি—
আছো আমার দোয়ার মহলে ,
আমার ভালবাসার পৃথিবীতে ,
মা বাবা দুজনেই তোমরা আছো
আমার এই দেহের ভেতরে —
আমার জাগ্রত ,ঘুমন্ত, এই অন্তরে ।

বাবলী খান

বাংলাদেশ সময়: ১৭:০৫:৩৫   ৯০৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ