ভাঙ্গায় শিক্ষককে কুপিয়ে জখম

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় শিক্ষককে কুপিয়ে জখম
বুধবার, ২৫ মার্চ ২০২০



 আহত শিক্ষক রোকনুজ্জামান ফকির

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় রোকনুজ্জামান ফকির (৩৮) নামক এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে জখম ও তার মাকে বেধড়ক মারপিট করা হয়েছে। ঘটনার পর থেকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বুধবার বিকালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল গ্রামের মৃত এসকেনদার ফকিরের ছেলে রোকনুজ্জামানের সাথে আহাদ ফকিরের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। গত রোববার বিকেলে তাদের বাড়ীর পুকুরে আহাদ ফকির সহ আরোও কয়েক জন জাল দিয়ে মাছ শিকার করছিল। এ সময় রোকনুজ্জামানের মা করিমন নেছা তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আহাদ ফকির ও অন্যান্যরা করিমন নেছাকে গালিগালাজ ও মারপিট করে। রোকনুজ্জামান এগিয়ে আসলে সংঘবদ্ধরা তার মাথায় কোপ দিয়ে তার মা ও তাকে এলোপাথারী মারপিট করে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশ থেকে কয়েকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ দলটি প্রাণনাসের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে মঙ্গলবার বিকেলে আহত শিক্ষক ও তার মাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম।
প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন আহত রোকনুজ্জামান ফকিরের ছোট বোন আসমা বেগম।
অভিযুক্ত আহাদ ফকির জানান, আমাদের নিজেদের মধ্যে ধস্তা ধস্তি হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৩   ১৭০৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ