মহামারী আকারে করোনা: ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার

Home Page » এক্সক্লুসিভ » মহামারী আকারে করোনা: ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০



সংগৃহীত ছবি

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:   মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনেই রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

প্রাণঘাতী কভিড-১৯ এর সংক্রমণ রুখতে যুক্তরাজ্য বুধবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি এখন ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে। ইতালির পাশাপাশি স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বুধবার পর্যন্ত ইতালিতে কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ তে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

আক্রান্তদের মধ্যে চার হাজারের সামান্য বেশি রোগী সেরেও উঠেছেন।

ভাইরাস উপদ্রুত লম্বার্দি অঞ্চলেই বুধবার ৩১৯ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৫৮ জনে।

পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশ স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং গণপরিবহণ ও ধর্মীয় উপাসনালয়সহ যেসব স্থানে লোকসমাগম বেশি থাকে সেগুলোর ওপর নানান ধরনের বিধিনিষেধ দিয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারের পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক সীমান্তও।

সংক্রমণ রুখতে বুধবার যুক্তরাজ্যও শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল, কলেজ ও নার্সারি বন্ধের ঘোষণা দিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রুখতে সরকার সময়মতো পদক্ষেপ নিচ্ছে না বিরোধীদের এমন সমালোচনার মুখে বরিস জনসনের সরকার এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বুধবার পার্লামেন্টে বলেছেন, সব স্কুল বন্ধের ঘোষণা দিলেও স্বাস্থ্য খাতের মতো প্রয়োজনীয় খাতের কর্মীদের সন্তানদের জন্য কিছু স্কুল খোলা রাখা হবে।

“আমরা এখন এমন পর্যায়ে আছি, যেখানে ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি, আমাদের ধারণার চেয়েও বেশি হচ্ছে,” বলেছেন তিনি।

দেশটিতে বুধবার পর্যন্ত দুই হাজার ৬২৬ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর খবর পাওয়া গেছে ১০৪ জনের।

বাংলাদেশ সময়: ৯:০৩:১৬   ৭৬৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ