করোনা প্রতিরোধে সবচেয়ে কড়া পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার

Home Page » জাতীয় » করোনা প্রতিরোধে সবচেয়ে কড়া পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার
রবিবার, ১৫ মার্চ ২০২০



সংগৃহীত ছবি,জেসিন্ডা আরডার্ন

বঙ্গ-নিউজ:  করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল জেসিন্ডার সরকার ।  প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে রোববার মধ্যরাত থেকে তার দেশে যাওয়া প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে।

শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসির।

নিউজিল্যান্ড সরকারের নেয়া এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেসিন্ডা আরডার্ন। তার দেশের জনগণকে করমর্দন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করারও আহ্বান জানিয়েছেন। জেসিন্ডা আরডার্ন সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তার সরকারের নেয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীদের সেলফ আইসোলেটেড হতে হবে না। কারণ সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি।

জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেয়া এই পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় ব্যক্তি। করোনার বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৭   ৬১১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ