শিক্ষক করে মন্ত্রী সৃজন,মন্ত্রী করে বেতন কর্তণ!

Home Page » আজকের সকল পত্রিকা » শিক্ষক করে মন্ত্রী সৃজন,মন্ত্রী করে বেতন কর্তণ!
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০



---

বলার অপেক্ষা রাখেনা মন্ত্রী হোক আর সচিবই হোক সবাই কোন না কোন শিক্ষকের নিকট পড়া লেখা করেই মন্ত্রী, সচিব হোন। অবাক করার বিষয় হলো মন্ত্রী, সচিব হয়েই তারা তাদের গুরুর দুঃখ, দুর্দশার কথা ভুলে যান।ভুলে যান, তাঁর অসহায় শিক্ষকরা কতো স্বপ্ন দেখে তাঁকে মন্ত্রী/সচিব বানিয়েছিল সেই হারানো দিনগুলোর কথা? আর আমাদের মতো দেশ হলে গুরুর কাছ থেকে নেয়াটাই স্মরণ রাখে চিরজীবন,দেবার কথা গুনাক্ষরেও মনে থাকেনা কারো! এর প্রমান গত মাস সাতেক আগে বেসরকারি শিক্ষকদের বেতন থেকে ৪% কেটে নেয়া হলো।এ যেনো চিরাচরিত শিক্ষকদের থেকে নেবার রীতিটাকেই স্মরণ করিয়ে দিলো! ন্যূনতম লজ্জাবোধ থাকলে এ দেশ ছাড়া পৃথিবীর কোন দেশে কোন মানুষ/গোষ্ঠী শিক্ষকের সাথে এমন আচরণ করতে পারে কিনা আমার জানা নেই।যে কোন দেশের মূল স্তম্ভ হলো তাঁর শিক্ষা।আর  মাতৃভূমির এ দেশটিতে সেই শিক্ষা তথা শিক্ষককে রাখে কোমড় ভেঙ্গে! এ যেনো পৈশাচিক আনন্দেরই অংশ।আবার মুখে দেশ/দশ উন্নয়নের বুলি আওরায় দিনে রাইতে এসব পাষন্ড হৃদয়ের মানুষেরা।আপনাদের দেশ/দশ উন্নয়নের এসব বুলি যে ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয় তা এখন দেশের মানুষ বুঝে গেছে।৪% কেটেছেন অবসর ভাতার দোহাই দিয়ে ভালো কথা,বাড়ি ভাড়ার নাম করে হলেও তো টাকাটা ফিরিয়ে দেয়া যেতো একে করে মূল বেতন সমান থাকলেও অন্তত কমততো না।এতে শিক্ষকদের মনটাও এভাবে ভেঙ্গে যেতোনা।

 

তাই মাননীয় প্রধানমন্ত্রীই এখন আমাদের শেষ ভরসা।প্রিয় নেত্রী, প্লিজ আপনি বেসরকারি শিক্ষকদের দিকে একটু নজর দিন।এসব শিক্ষকগণ খালি পেটে  অধির আগ্রহে অপেক্ষা করছে মহান জাতির পিতা স্মরণে আসন্ন মুজিববর্ষ উৎযাপনের জন্য। আপনি ওদের বিশেষ নজর দেবেন যাতে তারা মন আনন্দে  মুজিববর্ষটি উৎযাপন করতে পারে।

 

লেখক

কবি ও প্রাবন্ধিক

সভাপতি

হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ।

 

 

বাংলাদেশ সময়: ৯:১০:১০   ১০২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ