সৌদিআরবে গৃহকর্মীদের নতুন আইন পাস : শ্রমমন্ত্রী আবদুল ফকিহ

Home Page » অর্থ ও বানিজ্য » সৌদিআরবে গৃহকর্মীদের নতুন আইন পাস : শ্রমমন্ত্রী আবদুল ফকিহ
শনিবার, ২০ জুলাই ২০১৩



house-maid.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ   সৌদিআরবে গৃহকর্মী ও তাদের চাকরিদাতাদের নিরাপত্তার জন্য নতুন আইন পাস করেছে সৌদি আরবের মন্ত্রিসভা। এ আইন অনুযায়ী, গৃহকর্মীরা দিনে নয় ঘণ্টা ব্যক্তিগত সময়, একদিন সাপ্তাহিক ছুটি, দুই বছর পর একমাস ছুটি (বেতন সহ) এবং মেডিকেল লিভ পাবে।সৌদি আরবের শ্রমমন্ত্রী আবদুল ফকিহ  বলেন, ‘এ আইনের লক্ষ্য গৃহকর্মী এবং তাদের চাকরিদাতার মধ্যকার সম্পর্ক নির্ধারণ। এতে তাদের উভয়পক্ষের অধিকার ও দায়িত্ব এবং চুক্তির শর্ত ভাঙার শাস্তি ব্যাখ্যা করা হয়েছে।’
এ আইন অনুযায়ী, কোনো চাকরিদাতা তার গৃহকর্মীকে তিন মাসের বেশি সময় প্রবেশনে (শিক্ষানবিশ) রাখতে পারবেন না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ‘এ আইনের মাধ্যমেই একজন চাকরিদাতা বুঝতে সক্ষম হবেন, একজন চাকরি প্রার্থীকে তিনি কোন ধরনের কাজ দেবেন এবং তাকে তার কর্মক্ষেত্রে কী ধরনের আচরণ করতে হবে।’
আইনে বলা আছে, যে কোনো কর্মীর অবশ্যই ইসলামি শিক্ষাগুলোর প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং সৌদির আইন-কানুন মেনে চলতে হবে। একই সঙ্গে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে বাধ্য থাকবে। তাদের অবশ্যই চাকরিদাতা ও তার পরিবারের অন্য সদস্যদের অনুগত থাকতে হবে। তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, শিশু ও বয়স্কদের কোনো ক্ষতি না করা এবং পারিবারিক গোপনীয় বিষয়গুলো প্রকাশ না করার নিশ্চয়তা দিতে হবে।
এ আইনে আরেকটি বিষয়ে জোর দেয়া হয়েছে। তা হলো- কোনো যৌক্তিক কারণ ছাড়া গৃহকর্মী তার কর্মস্থল ছাড়তে বা কাজ করতে অস্বীকৃতি জানাতে পারবেন না। আর চাকরিদাতা মাসের শেষে অবশ্যই বেতন পরিশোধ করবেন এ ব্যাপারে কখনোই সময়ক্ষেপণ করা যাবে না। এবং চার মাস পর উপযুক্ত সুযোগ-সুবিধা দিতে হবে। এ আইন ভঙ্গ করলে যেসব শাস্তির বিধান রাখা হয়েছে সেগুলো হলো- চাকরিদাতা চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে ২ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং এক বছর কোনো গৃহকর্মী নিতে পারবেন না। দ্বিতীয়বার শর্ত ভঙ করলে, জরিমানা বাড়িয়ে ৫ হাজার রিয়াল এবং তিন বছর নিয়োগে নিষেধাজ্ঞা। তৃতীয়বার ভঙ্গ করলে ১০ হাজার রিয়াল জরিমানা এবং আজীবন নিয়োগ নিষিদ্ধ করা হবে। গৃহকর্মীকে ২ হাজার রিয়াল জরিমানা এবং সৌদি আরবে তার কাজ করায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দেশে ফেরার খরচও তাদের নিজেই করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:২৮   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ