পীরালী মৌলার ওরশ মোবারক বন্ধ ঘোষনা!

Home Page » সারাদেশ » পীরালী মৌলার ওরশ মোবারক বন্ধ ঘোষনা!
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০



স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের সাতুর পীরালী মৌলার বাৎসরিক পবিত্র ওরশ মোবারক বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।


এলাকাবাসী  জানান, বিগত ৫০ বছর ধরে সাতুর গ্রামে পীরালী মৌলার মাজারের বাৎসরিক ওরশ মোবারক উদযাপন হয়ে আসছে।গত ৯ বছর ধরে আমরা দুই  দিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে   পালন করে আসছি।কিন্তু আজ(১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রশাসন এসে ওরস উদযাপন বন্ধ করে দিয়েছে। জানতে চাইলে মাজার কমিটির সভাপতি  শামছু নুর জানান, বিগত অনেক দিন ধরে আমরা পীরালী মৌলার বাৎসরিক ওরশ মোবারক উদযাপন করে আসলেও কোনো সময় প্রশাসন আমাদের বাঁধা দেয়নি।কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যাঘাত ঘটতে পারে এই ভেবে আমাদের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মেলায় গাজীপুর থেকে আসা ব্যাবসায়ী জানান, সুদুর মাওনা থেকে গত শুক্রবার  ১০ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে  এসে দোকানে র পসরা সাজিয়ে রোববার সকাল দশটার দিকে মেলা প্রাঙ্গণে বসে ছিলাম। হটাৎ করে প্রশাসন সব ব্যবসায়ীদের মেলা প্রাঙ্গণ থেকে দোকান উটিয়ে নেওয়ার কথা বলে। মেলা বন্ধ ঘোষনার কারনে আমরা আর্থিকভাবে চড়ম ক্ষতিগ্রস্ত হয়েছি।মালামাল নিয়ে ফিড়ে যাওয়ার জন্য আমাদের হাতে কোনো টাকাও নেই।এবং কোনো গাড়িও পাচ্ছি না।


বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান। এই ওরশের জন্য পরীক্ষার্থীদের পড়োনার সমস্যা  হতে পারে তাই প্রশাসন  এই মেলা বন্ধ ঘোষনা করেছে।


মধ্যনগর থানার এস আই সোহেল জানান, চলমান এসএসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী মেলায় আসবে।যার ফলে তারা পরীক্ষায় খারাপ করবে  । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পীরালী মৌলার বাৎসরিক ওরশ মোবারক উদযাপন বন্ধ ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:০৭:৫০   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ