প্রাথমিকে রিট নিয়ে ভূঁয়া তথ্যের ছড়াছড়ি

Home Page » বিবিধ » প্রাথমিকে রিট নিয়ে ভূঁয়া তথ্যের ছড়াছড়ি
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০



---

স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ প্রাথমিকে রিট নিয়ে ভূঁয়া তথ্যের ছড়াছড়ি দেখা দিয়েছে।বিভিন্ন পোর্টালে ভুল তথ্য দিয়ে নিয়োগ প্রার্থীদের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।বিভন্ন অললাইন পোর্টালগুলো অনেক লোকমুখে শুনে নিউজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা অবজারভার,ভোলাগঞ্জ ট্রিবিউন, বিডি জার্নাল সহ বিভিন্ন পোর্টালে একই নিউজ বার বার আপলোড করে এসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করছেন নিয়োগপ্রার্থীরা।উদাহরণ হিসেবে বলা যায়, গত ২৬ তারিখের কথা উল্যেখ করে ঢাকা অবজারভার নামের একটি অনলাইন পত্রিকা সুনামগঞ্জ ও শরিয়তপুর জেলার নিয়োগ স্থগিত হয়েছে মর্মে গত পাঁচদিন আগে নিউজ প্রকাশ করে।কিন্তু গতকাল এবং আজকে আবার ঢাকা অবজারভার, বিডি জার্নাল সহ বিভিন্ন মিডিয়া গতকাল সিলেট,সুনামগঞ্জ জেলা স্থগিত হয়েছে মর্মে নিউজ করে।স্মরজমিনে সিলেট, সুনামগঞ্জ জেলা অফিসে খোঁজ নিলে এখনো তারা কিছুই জানেনি বলে জানা যায়।এভাবে বার বার আরো ৪,আরো ৫,আরো ১৫ জেলা শিরোনামে করা  নিউজগুলোতে সেই পুরাতন জেলার নাম দেখে বিভ্রান্ত হচ্ছেন তারা।তাছাড়া নওগাঁ জেলা রিট খারিজের খবরটি ঐসব মিডিয়ায় না দেয়ায় এসব মিডিয়াকে অনেকটা পক্ষপাতদুষ্টটই মনে করছেন তারা অনেকে। তাই এসব নিউজের কারনে নিয়োগ প্রার্থীরা বিভিন্ন পত্রিকার প্রতি আস্থা হারাচ্ছে।তাদের একটাই কথা স্থগিত হোক আর যাই হোক অন্তত নিউজটা যেনো সঠিক হয়।“তাদের ভাষ্য, অধিদপ্তর আমাদের নিয়োগ  পত্র দিয়েছে,স্থগিত হলেও অধিদপ্তরই মোকাবিলা করে আমাদের নিয়োগ দেবেন।তাই মাঝপথে রিউমার ছড়িয়ে রিটকারি ভাইদের আর্থিক ভাবে সারে সর্বনাশ করাটা কোন বিবেকবান মানুষের কাজ হতে পারেনা। “তাই তাদের থেকে এ ব্যাপারে মিডিয়ার ভাইদের সচেষ্ট হতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:১৪   ২৮১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ