ভুল করে ভালবেসে - বেগম ফিরোজা খান

Home Page » সাহিত্য » ভুল করে ভালবেসে - বেগম ফিরোজা খান
বুধবার, ২২ জানুয়ারী ২০২০



ভুল করে ভালবেসে

জীবনের এই ভাঙ্গা জলসা ঘরে
আর কত দিন বেঁচে থাকবো স্বপ্ন ধরে,
আমার মনের শ্যামল গহনে
বসন্তের পাখীরা ডেকে ,চলে গেছে ফুল শয়নে।

প্রেমময় তুমি ফিরলে না মোর জীবনে ‌‌‌‌‌ ঝরা পাতার মর্মরে মোর বাঁশরী,
করুন সুরে বাজলো ভুবনে।

হৃদয় ভেঙে গেছে,স্বপ্ন হারিয়ে গেছে উড়ে
এলে প্রিয় কবিতা‌ অবেলায়,
মনের নিরাশ সাগর তীরেে।

দাহনে দহন জ্বালায়,জেগেছি কত নিশি শয়নে
চাঁদের জোছনা আমার প্রেমের তরীতে
হাসেনি কভূ গগনে ।

সুন্দর এই ধরনী তলে,প্রেমের জলসা ঘরে
শূন্য হৃদয়,প্রেমের ঠা‌ঁই নাই,
দূঃখই নিলাম বুক ভরে।

দক্ষীনা মলয়ের হাসি
মন বাতায়নে বাজেনা আর মধুর বাঁশী,
এ জীবন যৌবন গেছে চলি,বিরহে ভরা
স্বপ্ন মথিত ,চির অশ্রুঝরা।

ডাকিছে ওপারের,ঝাপসা জীবনের শেষ পূরবী
কুসুম কাননে,মিথ্যা স্বপ্ন যাচিছো কেন কবি ?
শেষ বেলায় এলে,হে কবি হেসে,
এলে কি এ জীবনে ভুল করে ভালবেসে ?

বেগম ফিরোজা খান

বাংলাদেশ সময়: ১২:২৬:২৩   ৫৯৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ