তোমাকে ছেড়ে যেতে চাইনা -হোসাইন আহমেদ রিপন

Home Page » সাহিত্য » তোমাকে ছেড়ে যেতে চাইনা -হোসাইন আহমেদ রিপন
রবিবার, ১২ জানুয়ারী ২০২০



তোমাকে ছেড়ে যেতে চাইনা

তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাইনা
কেননা তোমার মাঝেই আমার বেড়ে উঠা জীবন গড়া,
যেখানে লক্ষ্য শহীদের রক্তে কেনা প্রতিটা ধূলিকণায়,
মিশে আছে তোমার নাম সোনালী স্বপ্নের আমার সোনার বাংলা।

তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাইনা

যেখানে প্রভাত হলেই ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজানের সুরে,

অজস্র পাখির কলতানে, আমি বিমোহিত হই তখন তোমার রূপে।

আর যখনি দেখি নীলদীঘির জল তরঙ্গে একদল রাজহাঁসের,

সাতারে ফুটন্ত লাল শাপলা গুলো যেন বাতাসের গুনগুনি সুরে দোলছে।

তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাইনা

আমি তোমার মাঝেই ঘুরে বেড়ায় স্নিগ্ধ কমল হাওয়ায়,
আমি আবার কখনো নদীর স্রোতেই ভেসে যায় দূর অজানায়
আবারো ফিরে আসি সকাল বিকেল নতুন জোয়ার ভাটায়,

তোমার মায়ায় আর তোমার কোমলমতি ভালোবাসায়।

তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাইনা
আমি জানি তুমি সৌন্দর্য্যের পূজারী সকল দেশের রাণী,
গ্রীষ্ম বর্ষা শরত, হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতু,
তোমাকে ছারা আর কোথাও পাবনো এই সুন্দর শষ্য শ্যামল প্রকৃতি।

তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাইনা
জন্মের পর পৃথিবীতে এসে যাকে দেখেছি প্রথম ডেকেছি মা,
যার কাছে শিখেছি আমি অ আ, ক খ গ, বর্নমালা।
বায়ান্নে যে মা-মাটি মাতৃ-ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল ওরা,
যে লক্ষ্য শহীদের রক্তে লেখা নাম আমার সোনার বাংলা,
অর্জিতি এদেশ অর্জিত আমার এ স্বাধীনতা।
তোকে ছেড়ে যাবো কোথায় তুইযে আমার জন্মভুমি আমার সোনার বাংলা।

হোসাইন আহমেদ রিপন

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৫   ৬৭৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ