ভাঙ্গায় প্রাইভেটকারের চাপায় মটর সাইকেল চালক নিহত আরোহী আহত

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় প্রাইভেটকারের চাপায় মটর সাইকেল চালক নিহত আরোহী আহত
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০



নিহতের লাশের পাশে স্বজনেরা
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কে পরিবহনের ধাক্কায় ও প্রাইভেটকারের চাপায় মোঃ মাহামুদুল হাসান (৩০) নামে এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ সুজন (৩০) নামে মোটর সাইকেলের আরোহী আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গার চারা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মাহামুদুল হাসান খুলনা জেলার খালিশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। আহত সুজন নিহতের চাচাত ভাই ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, খুলনা থেকে মাওয়ার উদ্দেশ্যে একটি মোটর সাইকেল ও সেতু পরিবহন যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌছালে পিছন দিক থেকে পরিবহনটি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে অপর দিক থেকে আসা সাদা রঙ্গের একটি প্রাইভেটকার মোটর সাইকেলটির চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক ও আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালকের মৃত্যু হয়। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা পরিবহনটি আটক করে হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেল ও পরিবহনটিকে থানা হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, চালক ও আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মোটর সাইকেল (খুলনা মেট্রো ল ১১-৫২৬২) ও সেতু পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২৭২৮) থানা হেফাজতে রয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৫   ৭১৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ