বঙ্গ- নিউজ ডটকমঃ ১৮ জুলাই, ২০১৩। দক্ষিণ আফ্রিকায় নতুন একটি দিনের শুরু হচ্ছে লাখো স্কুলশিশুর কণ্ঠে জন্মদিনের গান নিয়ে।’হ্যাপি বার্থডে ম্যান্ডেলা’ গানের সঙ্গে পুরো বিশ্ব এই ভোরে ভালবাসা জানাচ্ছে সেই মানুষটির জন্য, যার আজীবন সংগ্রামে কালো মানুষের পৃথিবীতেঘটেছিল নতুন দিনের সূচনা।
এক মাসেরও বেশি সময় ধরে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। বৃহস্পতিবার হাসপাতালেই কাটবে তার ৯৫তম জন্মদিন।
ফুসফুসের সংক্রমণে ভুগতে থাকা ম্যান্ডেলাকে গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়।দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তার অবস্থা ‘সংকটাপন্ন’ তবে, ‘স্থিতিশীল’।
১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেয়া নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা তার নিজের দেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত ‘মাদিবা’ নাম। এটি তার গোত্রের নাম।
কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। তার এবারের জন্মদিন উদযাপনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেছে নেয়া হয়েছে ৬৭ সংখাটি।
মুক্ত জীবনের ৬৭টি বছর দেশের জন্য কাজ করেছেন মাদিবা। সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার অন্তত ৬৭ মিনিট সেবামূলক কাজে ব্যয়ের জন্য দক্ষিণ আফ্রিকার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। আর এই আয়োজনে ইতোমধ্যে শামিল হয়েছেন ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও তারকারাও।
রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলার ২৭ বছরের কারাজীবনে ১০ বছর সঙ্গী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জুমা। প্রিয় নেতার জন্মদিনে তিনি প্রিটোরিয়ায় দরিদ্র মানুষের জন্য আবাসনব্যবস্থার ঘোষণা দেবেন। মন্ত্রিসভায় গুরুত্ব পাবে আফ্রিকার মানুষের জন্য খাদ্য, বাসস্থান ও শিক্ষা নিশ্চিত করার বিয়টি।
ম্যান্ডেলার গ্রাম ওমতাতার মুভিজোরে এদিন যাত্রা শুরু করবে একটি নতুন স্কুল। গির্জাগুলোতে হবে মাদিবার জন্য বিশেষ প্রার্থনা। শ্রমিক সংগঠনগুলোও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেপটাউনের সেন্ট জর্জ’স ক্যাথেড্রালে
জন্মদিন উপলক্ষ্যে আফ্রিকান শিল্পী জন অ্যাডমস ও পল ব্লুমক্যাম্প মাদিবার বিশাল দুটি প্রতিকৃতি এঁকেছেন, যেগুলো নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে টাঙিয়ে দেয়া হবে। ফিলিপাইন আর নরওয়েতেও থাকবে স্কুল শিশুদের জন্য বিশেষ আয়োজন।
চলতি বছর ম্যান্ডেলার জন্মদিন জাতিসংঘের উদ্যোগে উদযাপিত হবে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ হিসাবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।
বিশ্বজুড়ে এমন উদযাপন প্রস্তুতির মধ্যেই আশা নিয়ে হাসপাতালের দিকে তাকিয়ে আছে ম্যান্ডেলার পরিবার।
ম্যান্ডেলার মেয়ে জেনানি একটি টেলিভিশনকে বলেন, “আমরা আশা করছি, যে কোনো সময় তিনি বাড়িতে ফিরে আসবেন।”
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১০:৪৪:৩৯ ৫২৮ বার পঠিত