গোপালগঞ্জে চলছে ফুকরা ইউপি উপ-নির্বাচনের ভোট

Home Page » সারাদেশ » গোপালগঞ্জে চলছে ফুকরা ইউপি উপ-নির্বাচনের ভোট
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯



 ফাইল ছবি

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা শেষ হয়।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার দরুণ ওই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়৷ এমতাবস্থায়, নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর ফুকরা ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন৷

নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা যায়, এ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই নিহত চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মোল্লার স্ত্রী নাসরিন সুলতানা আওয়ামী লীগের প্রতীক নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সিদ্দিকুজ্জামান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছেন।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে ষোলো হাজার পাঁচশত পঁচানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট হাজার দুইশত সাতান্ন জন এবং মহিলা ভোটার রয়েছেন আট হাজার তিনশত ঊনচল্লিশ জন। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত পাঁচটি মোবাইল টিম, বিজিবি, আনসার এবং পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ও সুশৃঙ্খলভাবে এ ভোট গ্রহণ চলছে বলে জানতে পারা যায়।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪২   ৫১২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ