বিহারে স্কুলের খাবার খেয়ে ২২ শিশুর মৃত্যু

Home Page » বিশ্ব » বিহারে স্কুলের খাবার খেয়ে ২২ শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৩



bihar-lead.jpgতোহা,বঙ্গ-নিউজ ডটকমঃবিহারের ছাপড়ায় মিড ডে মিল খেয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। অসুস্থ আরও ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিদ্যালয়ের মহিলা রাঁধুনিও অসুস্থ হয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সারানের ধর্মসতী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। দুপুরে স্কুলের খাবার খাওয়ার পরই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলেরই বয়স ৮ থেকে ১২ এর মধ্যে। পুলিস জানিয়েছে, খাবারে ভাত আর সোয়াবিন ছিল। স্কুলের প্রধান শিক্ষিকা মীনা দেবী ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার ফলেই ২১ জন শিশুর প্রাণ গেল বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অমরজিৎ সিনহা। শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা স্থানীয় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি অবিলম্বে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। বেশকিছু জায়গায় চলে ভাঙচুড়। বুধবার সারানে বনধের ডাক দিয়েছে বিজেপি ও আরজেডি। নৈতিক বিচারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী নীতীশকুমার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃত শিশুদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। প্রাক্তন জোটসঙ্গী বিজেপি বিষয়টি নিয়ে নীতীশকুমারকে চেপে ধরতে ময়দানে নেমে পড়েছে। তাদের অভিযোগ, লালুপ্রসাদের জমানাতেও এরকম ঘটেনি। নীতীশকুমার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন লালুপ্রসাদ যাদবও।

বাংলাদেশ সময়: ১:৫৪:২৭   ৩৬২ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ