বিদেশি কোচিং স্টাফ ও কিছু ক্রিকেটার পাকিস্তান যেতে রাজি নন,নাজমুল হাসান পাপন

Home Page » ক্রিকেট » বিদেশি কোচিং স্টাফ ও কিছু ক্রিকেটার পাকিস্তান যেতে রাজি নন,নাজমুল হাসান পাপন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে যেতে রাজি নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন সিরিজ নিয়ে বিসিবি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বলেও জানান পাপন। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বেশ কিছুদিন ধরে জল ঘোলা হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিলেন বিসিবি বস।

২০২০ সালের জানুয়ারির শেষদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ টি-টুয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ হবার কথা রয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তানে গিয়ে শুধু টি-টুয়েন্টি খেলতে চাওয়ার কথা জানিয়েছে বিসিবি। আর টেস্ট খেলতে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করেছে । তবে তাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উল্টো বাংলাদেশের ওপর বেজায় চটেছে পিসিবি।

এ প্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু বিদেশি কোচিং স্টাফ নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন সেখানে গেলেও খুব অল্প সময়ের জন্য যাবেন।

পাপন আরও বলেন, দেখুন পাকিস্তানে যেতে আমরা কাউকে জোর করতে পারি না। সবার আগে বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নিয়ে ভাবতে হবে আমাদের।

এই জটিলতার কারণে আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বিসিবি। পাপন বলেন, পাকিস্তান সফরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সিরিজ নিয়ে আমরা এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি।

তবে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ পাকিস্তানে যাবে বলে নিশ্চিত করেছেন বিসিবি বস। দুই ম্যাচ টেস্ট সিরিজ অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে বলে দাবি করেন পাপন।

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৪   ৯৪১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ