রাজশাহী দলকে ১৪৭ রান করার টার্গেট দিলো খুলনা

Home Page » ক্রিকেট » রাজশাহী দলকে ১৪৭ রান করার টার্গেট দিলো খুলনা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯



 ফাইল ছবি
বঙ্গ-নিউজ-

বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় রাজশাহী রয়্যালসকে ১৪৭ রানের টার্গেট দিয়ে খুলনা টাইগার্স। বোলিংয়ে অধিনায়ক আন্দ্রে রাসেল ৪ উইকেট নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন ফলে বেশিদূর এগোতে পারেনি খুলনা।

টসে হেরে ব্যাট করতে নামে খুলনা। তবে সুবিধা করে উঠতে পারেনি। শুরুতেই আন্দ্রে রাসেলের শুরু ধাক্কা। প্রথম ওভারেই রহমতউল্লাহ গুরবাজ ও মেহেদি হাসানের উইকেট তুলে নেন রাসেল। ইনিংসের পঞ্চম ওভারে পেসার কামরুল হাসান মুশফিক ও শান্তর উইকেট তুলে নিলে খেই হারিয়ে বসে খুলনা। দারুণ খেলতে থাকা রাইলি রুশো ৩৫ (২৪) রান করে বিদায় নিলে ৯ ওভারে খুলনার সংগ্রহ দাড়ায় ৬০।

এ অবস্থায় খুলনাকে পথ দেখায় শামসুর-ফ্রাইলিঙ্ক জুটি। দুজনের ৬৭ রানের জুটি দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যায়। ৫৫ রান করে শামসুর বিদায় নেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে মুশফিকের দল। রবি ফ্রাইলিঙ্ক করেন ৩১ রান।

বোলিংয়ে রাসেল ৪টি, বোপারা ও কামরুল ২টি করে উইকেট নেন।

১৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ ওভারেই ৭০ রান তুলে ফেলেছে রাজশাহী। লিটন দাস ৪৬ (৩২) রান এবং আফিফ হোসেন ২০ (১৬) রানে ব্যাট করছেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৯   ৬৭৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ