আমার দেশের শেষ কোথায়?-ফাতেমা হক মুক্তা

Home Page » সাহিত্য » আমার দেশের শেষ কোথায়?-ফাতেমা হক মুক্তা
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯



আমার দেশের শেষ কোথায়?

আমার দেখা শিশির বিন্দুগুলো
ভালোবাসার বর্ণিল মুক্তোদানা
গ্রাম থেকে গ্রাম ছুটে যায় মন
কুয়াশার শীতল জল স্পর্শের লোভে।
আমি অপেক্ষা করে থাকি বর্ষা, শরৎ, হেমন্ত
শীত কবে আসবে আমার পৃথিবীতে?
কবে ভিজবে আমার রুপোর নূপুর পরা গরীব পা?

আমার কাজল কালো চোখে বাংলাদেশ দেখি
দেখি আমার সুন্দরী মা-কে,
ভালোবাসার সমস্ত মাঠ মাড়িয়ে
ঘুরে ঘুরে আপন মাকে স্পর্শ করি
মায়ের স্নিগ্ধ আঁচলে মুখ লুকিয়ে থাকি।

আমার কোমল দেহে সরষে ফুলের গয়না পরি
কি অপরুপ সাজ আমার বাংলায়
হৃদয়ের অলিতে গলিতে খেঁজুর রসের তৃষ্ণা
আমি হার মেনে যাই সেই সুধা পানে
খুশিতে আত্মভোলা হয়ে
পিঁয়াজ গাছের ফুল খোঁপায় পরি।

গোধূলী মেঘ রঙা শাড়ি পরে
হাঁটতে থাকি মরা নদীর কূল ধরে
আমি খুঁজতে থাকি আমার দেশের শেষ কোথায়?
মুগ্ধ নয়নে চেয়ে থাকি অনেক, অনেক দূরে
যেখানে চারুল, চালিতা, শিমুল, পলাশ
ঘিরে রেখেছে আমার মাকে
আমি চেয়ে থাকি
ঐ তাল গাছটির শেষ যেখানে।

ফাতেমা হক মুক্তা

বাংলাদেশ সময়: ১৩:১৭:১৯   ৯২৯ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ