আজ রাতে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো

Home Page » খেলা » আজ রাতে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ বুধবার রাতে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় যখন মুখোমুখি হবে, সেসময় সবার মনোযোগে থাকবেন লিওনেল মেসি। কেননা ক্রিশ্চিয়ানো রোনালদো গত মৌসুমে রিয়াল ছেড়ে যাবার পর তিনিই এ লড়াইয়ে সবচাইতে বড়ো তারকা।

বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার এ প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে ১৬ খেলায় ৩৫ পয়েন্টের সমতায় আছে। সঙ্গত কারণেই জয়ী দলের জন্য এটা হবে শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করার সুযোগও। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে খেলাটি।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এ লড়াইটি ২৬ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের কাতালান প্রদেশে স্বাধীনতা আন্দোলনের শীর্ষ ৯ নেতাকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সেখানে ব্যাপক সহিংস প্রতিবাদ চলায় খেলাটি স্থগিত হয়ে গিয়েছিল। এই প্রদেশেরই দল বার্সেলোনা।

লিওনেল মেসিরা এ লড়াইয়ের আগে স্প্যানিশ লিগে নিজেদের খেলায় রিয়াল সোসিয়েদাদের মাঠে গত শনিবার হাড্ডাহাড্ডি সংগ্রামের পর ২-২ গোলে ড্র করতে পেরেছিল। রিয়ালও আগের খেলায় পরের দিন একই রকম কঠিন পরিস্থিতিতে পড়ে করিম বেনজেমার যোগ হওয়া সময়ের গোলে ড্র নিয়ে ফিরেছিল ভ্যালেন্সিয়ার মাঠ থেকে।

এল ক্ল্যাসিকো সচরাচর দর্শকদের নিরাশ করে না। তাই স্পেনের দলদুটি আবার যখন মুখোমুখি হতে যাচ্ছে সেই সময়ে দর্শকরা অনেক শিহরণ ও নাটকীয়তা দেখতে পাওয়ার আশা রাখেন। সাম্প্রতিক এল ক্ল্যাসিকোগুলোয় অবশ্য বার্সেলোনারই ছিল প্রাধান্য। কোচ আর্নেস্তো ভালভার্দের দল গেল মৌসুমে লা লিগায় নিজ মাঠে ৫-১ গোলে হারিয়েছিল রিয়ালকে। সান্তিয়া বার্নাব্যুতেও কাতালান ক্লাবটি জিতেছিল ১-০ গোলে। এছাড়াও এদের কাছে হেরেই কোপা দেল রে থেকে বিদায় নিতে হয়েছিল রিয়ালকে।রিয়ালের মাঠ বার্নাব্যুতেও বার্সেলোনার সাম্প্রতিক রেকর্ড ভালো। সেখানে প্রথমবারের মতো টানা চার খেলায় জিতেছিল বার্সেলোনা।

আজকের খেলাটিতে মেসিকে দেখা যাবে। শুধু তাই নয়, এই আর্জেন্টাইন বলেন ‘খুবই শক্তিশালী রিয়াল মাদ্রিদের’ মুখোমুখি হতে হবে বলে আশা করছেন তিনি। বার্সেলোনা অবশ্য ক্যাম্প ন্যুতে অনুপ্রেরণার জন্য তাদের অধিনায়ক মেসির মুখাপেক্ষী। কেননা ইনজুরির কারণে মৌসুমের শুরুর দিকটায় খেলতে না পারায় ফিরে এসে তিনি দুর্দান্ত নৈপুণ্যই দেখিয়ে চলেছেন।

চলতি মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে ১০ খেলায় অংশ নেন। তাতে ফুটবলের এই মহাতারকার গোল আছে ১২টি। এর চারটি আসে ফ্রিকিকে, সাতটি বক্সের বাইরে থেকে। এ খেলাগুলোয় ১২টি বড়ো সুযোগও তৈরি করেন তিনি। ৫২ বার বিপক্ষকে বলের লড়াইয়ে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন মেসি।

রোনালদো চলে যাওয়ার শূন্যতা রিয়াল আজো পূরণ করতে পারেনি। তবে এ মৌসুমে করিম বেনজেমা অনেকটাই জ্বলে উঠেছেন। লা লিগায় গোলের হিসেবে অন্তত তিনি মেসির সঙ্গে এ পর্যন্ত সমানে পাল্লা দিয়ে চলেছেন। ফরাসি এই স্ট্রাইকার গত রবিবার মৌসুমের দ্বাদশ গোলটি করেন। তার গোলেই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে সমতা ফিরিয়েছিল কোচ জিনেদিন জিদানের দল। এ ড্র এল ক্ল্যাসিকোর আগে স্বস্তি দেয় জিদানকে। বেনজেমার জন্য আশা জাগানিয়া হতে পারে বার্সেলোনার ভঙ্গুর রক্ষণভাগ। যারা ২০১৯-২০ মৌসুমে ১৬ খেলায় ২০ গোল হজম করে।

সফরকারী রিয়ালের জন্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটা জয় যেন অনেকদিনের পাওনার মতো হয়ে আছে। কিন্তু কাতালান দলটিকে নিজেদের মাঠে হারানো কতটা কঠিন সেটাও জানে জিদানের দল।

বাংলাদেশ সময়: ১২:২২:০২   ৪৯৫ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ