প্রতি কেজি ডিএপি সারের দাম ৯ টাকা করে কমলো

Home Page » অর্থ ও বানিজ্য » প্রতি কেজি ডিএপি সারের দাম ৯ টাকা করে কমলো
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ডাই এমোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমিয়েছে সরকার। কৃষককে লাভবান করতে ডিএপি সারের দাম কমানো হয়েছে।

রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফ্রিংকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আগে প্রতি কেজি ডিএপি সারের দাম ২৫ টাকা ছিল। এখন প্রতি কেজি ডিএপি ১৬ টাকা। ডিলার পর্যায়ে বর্তমানে ২৩ টাকার পরিবর্তে এখন ১৪ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।

রাজ্জাক আরো বলেন, ডিএপি সারে সরকারের প্রণোদনা বাবদ ৮০০ কোটি টাকা ব্যয় হবে। তবে এই টাকা কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে প্রণোদনা বাবদ বরাদ্দ ৯ হাজার কোটি টাকা দিয়ে পূরণ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, সরকার এ নিয়ে পাঁচ দফায় সারের মূল্য কমালো। ৮০ টাকার টিএসপি সার ২২ টাকা, ৭০ টাকার এমওপি ১৫ টাকা ও ৯০ টাকার ডিএপি ১৬ টাকায় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডিএপি সারে ১৮শতাংশ নাইট্রোজেন (এ্যামোনিয়া ফর্মে) এরং টিএসপি সারের সমপরিমানের ফসফেট রয়েছে। এই সার প্রয়োগে ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যায়।

তিনি আরো বলেন, এতে ইউরিয়া ও টিএসপি সারের ব্যবহার হ্রাস পেয়ে অর্থ ও শ্রম উভয়ের সাশ্রয় হয়। ডিএপি সারের মূল্য হ্রাসে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৩   ৬১৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ