বুদ্ধিজীবী হত্যাসহ ৫ অভিযোগ প্রমাণিত

Home Page » প্রথমপাতা » বুদ্ধিজীবী হত্যাসহ ৫ অভিযোগ প্রমাণিত
বুধবার, ১৭ জুলাই ২০১৩



ict-mozahid-sm20130716231433.jpgবঙ্গ- নিউজ ডটকমঃকারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার পথে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার পথে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে একাত্তরে অপহরণ, নির্যাতন ও বুদ্ধিজীবীহত্যাসহ মানবতাবিরোধী পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।

দুটি অভিযোগের ক্ষেত্রে ঘটনা সত্যতা প্রমাণিত হলেও তাতে এই জামায়াত নেতার সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার বেলা ১১টা ৫ এ জনাকীর্ণ আদালতে ২০৯ পৃষ্ঠার রায়ের ভূমিকা পড়া শুরু করেন। এরপর আসামি মুজাহিদের উপস্থিতিতে রায়ের ৩৭ পৃষ্ঠার সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। অপর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া পড়েন দ্বিতীয় অংশ।

রায়ে বিচারপতি মো. শাহিনুর ইসলাম বলেন, মুজাহিদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ থাকার বিষয়টিও প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে।

মামলার প্রথম অভিযোগে বলা হয়, পাকিস্তানের বাঙালি সহযোগীদের বিরুদ্ধে একটি দৈনিকে প্রবন্ধ লেখার অপরাধে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর চামেলীবাগের বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় ইত্তেফাকের সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে। পরে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় মুজাহিদকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

তার সংশ্লিষ্টতার প্রমাণিত হয়েছে তৃতীয় ও পঞ্চম অভিযোগেও।

তৃতীয় অভিযোগে একাত্তরের জুনে ফরিদপুর শহরের খাবাসপুর থেকে রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে অপহরণ ও আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আর জহিরউদ্দিন জালাল, বদি, রুমিসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে আটক করে নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেলে রেখে নির্যাতন এবং কয়েকজনকে হত্যার কথা বলা হয়েছে চতুর্থ অভিযোগে।

তবে দ্বিতীয় অভিযোগে চরভদ্রাসনে গণহত্যা ও চতুর্থ অভিযোগে আলফাডাঙ্গার মো. আবু ইউসুফ ওরফে পাখিকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় মুজাহিদের সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে রায়ে জানানো হয়।

বুধবার সকাল ১০টা ৪২ এ মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারের একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত এই জামায়াত নেতাকে গাড়ির ভেতর থেকে হাত নাড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৩:০২:৪৬   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ