নতুন লঞ্চ হল আরও শক্তিশালী Vivo U20

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » নতুন লঞ্চ হল আরও শক্তিশালী Vivo U20
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। সম্প্রতি 4GB আর 6GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Vivo। এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo U20। নতুন ভেরিয়েন্টে 8GB RAM থাকছে। গোটা দেশের অফলাইন স্টোর থেকে 8GB RAM ভেরিয়েন্টে Vivo U20 কেনা যাবে। অন্যদিকে শুধুমাত্র Amazon আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় Vivo U20 ফোনের 4GB ও 6GB RAM ভেরিয়েন্ট।

Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
Vivo U20 8GB RAM ভেরিয়েন্টের দাম

8GB RAM + 128GB স্টোরেজে Vivo U20 এর দাম 17,990 টাকা। শুধুমাত্র অফলাইন স্টোরে নতুন ভেরিয়েন্টে এই ফোন বিক্রি করবে Vivo। HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।
Vivo U20 স্পেসিফিকেশন

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

বাংলাদেশ সময়: ১০:১১:৫৪   ৮৭২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ