মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী অমরেশ গ্রেপ্তার

Home Page » সারাদেশ » মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী অমরেশ গ্রেপ্তার
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯



সাজাপ্রাপ্ত আসামী অমরেশ চৌধুরীস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃআদালত মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়েও বীরদর্পে ঘুরে বেড়ানো সুনামগঞ্জের মধ্যনগর পলাতক আসামী অমরেশ চৌধুরীকে গ্রেফতার করেছে  পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ধর্মপাশার মধ্যনগর থানা সদরের বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা হাজতে নেয়া হয়।
সে  স্থানীয় মধ্যনগর বাজারের প্রয়াত অনন্ত চৌধুরীর ছেলে, মধ্যনগর বাজার কমিটির সভাপতি,৮২ গ্রাম কমিটির সাধারন সম্পাদক এবং  মধ্যনগর কৃষক দলের সাবেক সভাপতি।
অমরেশকে পুলিশ গ্রেফতারের পরপরই থানা হাজত হতে তাকে ছাড়িয়ে নিতে এমপির রতন অনুসারীরা থানা ভবনের সামনে অবস্থান নিয়ে তদবীরে নামেন।
শুক্রবার দুপুরে মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুনামগঞ্জ জেলা যুগ্ন জজ (প্রথম) আদালতের বিচারক প্রতারণামুলক অর্থ আত্বসাতের দায়ে অমরেশ চৌধুরীকে প্রতারিত ব্যবসায়ীকে ১৩ লাখ টাকা পরিশোধ ও ছয় মাসের কারাদনন্ড’র রায় প্রদান করেন।,
একই সাথে তার বিরুদ্ধে আদালতে হতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।,
সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়ার সাহাব উদ্দিন নামে এক ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীকে লেনদেন সংক্রান্ত বিষয়ে ২০১৬ সালের ৭ এপ্রিল অমরেশ ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।
পরবর্তী ওই চেক নগদায়নের জন্য বাংকে জমা দিলেও তা পরপর তিনবার ডিজওনার হয়।এ নিয়ে ওই ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেন।
শুক্রবার ব্যবসায়ী সাহাব উদ্দিন সাংবাদিকদের  বলেন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর সুনামগঞ্জ সদর মডেল থানা ও মধ্যনগর থানাতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করা হয়।
কিন্তু এমপি রতনের ঘনিষ্ট বন্ধু হওয়ায় বীরদর্পে ঘুরে বেড়ালোও থানা পুলিশ অমরেশকে গ্রেফতার করতে নানামুখী টাল বাহানা করতে থাকেন।
২০১৭ সালের ৯ ডিসেম্বর মধ্যনগর থানা সদরে থানা চত্বরে পুলিশ ও শাসক দলের একজন উপ-মন্ত্রীর উপস্থিতিতে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অমরেশ চৌধুরীকে মঞ্চে নিয়ে সমাবেশ করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি রতন।,
তৎকালীন সময়ে প্রধান অতিথি হিসাবে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসাবে সুনামগঞ্জ-১ আসনের এমপি রতন ও তার বন্ধু সাজাপ্রাপ্ত পলাতক আসামী অমরেশ চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ পুর্ব সময়ে থানা ভবনের ভেতর বসে দলীয় নেতাকর্মীদের সাথে সেলফি তুলেন অমরেশ। সেই সেলফি সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলীয় নেতাকর্মীরাই।
সে সময় গণমাধ্যম হতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও মধ্যনগর থানা পুলিশের দায়িত্বশীলদের নিকট অমরেশ ’সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামী কীনা জানতে চাইলে উভয় থানা পুলিশের দায়িত্বশীলরা কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
দৈনিক যুগান্তর// মধ্যনগর

বাংলাদেশ সময়: ২০:২০:১৭   ১১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ