বাংলাদেশ থেকে বাইসাইকেল নিতে আগ্রহ মমতার

Home Page » ক্রিকেট » বাংলাদেশ থেকে বাইসাইকেল নিতে আগ্রহ মমতার
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯



সংগৃহীত ছবি    বঙ্গ-নিউজ: বাংলাদেশ থেকে বাইসাইকেল নিতে আগ্রহ পশ্চিম বঙ্গের। শুক্রবার বিকেলে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান মমতা।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে বাইসাইকেলের প্রচুর চাহিদা রয়েছে। আমরা বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করছি।

“মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের কোনো ব্যবসায়ী চাইলে পশ্চিমবঙ্গে বাইসাইকেল তৈরির কারখানা করতে পারেন। এক্ষেত্রে তাদের জমি দিয়ে সহায়তা করা যেতে পারে।কোনো ব্যবসায়ী বাংলাদেশ সীমান্তে বাইসাইকেল কারখানা করে পশ্চিমবঙ্গে বাইসাইকেল আমদানি করলে তাদের পরিবহন খরচ কম হবে।”

 

কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার দড়ি টেনে ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি

কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার দড়ি টেনে ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, শিল্প এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে।

 

পুরো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ এবং পশ্চিমবঙ্গে শতভাগ শিক্ষার্থী বৃত্তির আওতায় রয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রায় দুই কোটি শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার কথা জানিয়ে বলেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বৃত্তির টাকা মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: পিআইডি

কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: পিআইডি

কলকাতা সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন তারা।

 

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে উপমহাদেশে প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার সকালে কলকাতায় উড়ে গেছেন শেখ হাসিনা। ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

গোলাপি বলের টেস্ট দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি

গোলাপি বলের টেস্ট দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী কলকাতার হোটেল তাজ বেঙ্গলে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়েই চলে যান ইডেন গার্ডেন্সে।  

 

স্টেডিয়ামে তুমুল হর্ষধ্বনির মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই টেস্টের এই সিরিজের প্রথমটিতে ইতোমধ্যে হেরে গেছে টাইগাররা। কলকাতা টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে খেলা শুরুর আগে শেখ হাসিনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাঠে যান সৌরভ গাঙ্গুলী।

 

ইডেন গার্ডেন্সে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

ইডেন গার্ডেন্সে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হাত উঁচু করে দর্শকদের তুমুল উল্লাস ও শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়। মাঠে দুই দেশের খেলোয়াড়দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও ছিলেন।

 

 

খেলা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাঠে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি

খেলা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাঠে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি

মমতা, শচীন, সৌরভের সঙ্গে মাঠে বসে খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেস্টের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হোটেলে ফেরেন তিনি। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

প্রথম দিনের খেলা শেষে ইডেন গার্ডেন্সে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ইডেন গার্ডেন্সের ভিভিআইপি গ্যালারিতে বসে বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্টের প্রথম সেশন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আছেন তার পাশে। ছবি: পিআইডি

ইডেন গার্ডেন্সের ভিভিআইপি গ্যালারিতে বসে বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্টের প্রথম সেশন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আছেন তার পাশে। ছবি: পিআইডি

ওই অনুষ্ঠান শেষে রাতেই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৫২:১৩   ৫৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ