পেঁয়াজের দাম ডিসেম্বরের শুরুতে কমতে পারে

Home Page » অর্থ ও বানিজ্য » পেঁয়াজের দাম ডিসেম্বরের শুরুতে কমতে পারে
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। তখন দেশে উৎপাদিত পেঁয়াজ ছাড়াও আরো কয়েকটি দেশ থেকে আসা পেঁয়াজ বাজারে চলে আসার উল্লেখ করে তিনি এমন কথা জানান।

গতকাল ১৪ নভেম্বর, বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে ফোনে সচিব বলেন, ‘আমাদের দেশীয় পেঁয়াজ যেটি বাজারে আসার কথা ছিল সেটি ২০/২৫ দিন পরে আসবে। এছাড়া মিয়ানমার থেকে ১ হাজার মেট্রিকটন পেঁয়াজ আসার কথা ছিল, কিন্তু আসবে ৪০০ টন। যার ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।’

ড. জাফর উদ্দিন বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের দাম কমে আসবে। তখন বাজারে আমাদের নিজস্ব পেঁয়াজ চলে আসবে। তাছাড়া সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ কিছু কোম্পানি তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে। সিঙ্গাপুর পর্যন্ত পেঁয়াজ চলে এসেছে। বাংলাদেশে পৌঁছাতে আরো সপ্তাহখানেক সময় লাগবে।’

আমদানি হতে যাওয়া পেঁয়াজের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘২০ হাজার মেট্রিকটন। এছাড়াও এস আলম গ্রুপ তুরস্ক থেকে আরো ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে।’

সচিব আশা প্রকাশ করে বলেন, ‘সব মিলিয়ে বেসরকারিভাবে আমদানিসহ আমাদের উৎপাদিত পেঁয়াজ মিলে বাজারে আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দাম কমে আসবে এবং বাজার স্থিতিশীল পর্যায়ে থাকবে।’

এদিকে বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন টিসিবির তথ্য প্রদানকারী কর্মকর্তা হুমায়ুন কবির। তার বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, বর্তমানে প্রতিদিন ঢাকায় ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। প্রতি ট্রাকে ১০০০ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই সরবরাহ যাতে থেমে না যায় সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে টিসিবি।

বাংলাদেশ সময়: ১০:৩১:০৬   ৬৭৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ