ঘূর্ণিঝড় ‘বুলবুল’আটকে পড়া পর্যটকদের আনতে জাহাজ গেল সেন্টমার্টিনে

Home Page » সংবাদ শিরোনাম » ঘূর্ণিঝড় ‘বুলবুল’আটকে পড়া পর্যটকদের আনতে জাহাজ গেল সেন্টমার্টিনে
সোমবার, ১১ নভেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া দেড় হাজার পর্যটককে ফিরিয়ে আনতে সোমবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে রওনা দিয়েছে তিনটি জাহাজ।

জাহাজগুলো হচ্ছে- ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। সকাল সাড়ে ১০টায় দমদয়িা ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সকালে সেন্টমার্টিনে তিনটি জাহাজ পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সকালে তিনটি জাহাজ পাঠানো হয়েছে। সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হবে। বিকেলে পর্যটকদের নিয়ে জাহাজগুলোর টেকনাফ ঘাটে পৌঁছার কথা রয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে যাওয়াবার জন্য টেকনাফ থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিন উদ্দেশে রওনা দিয়েছে। এখানে আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হয়েছিল। এমনকি তাদের থাকা-খাওয়ায় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। কিন্তু দ্বীপের ৫শ’ বাসিন্দা টেকনাফে আটকে পড়লেও কেউ তাদের খোঁজ-খবর নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া বিরূপ থাকায় শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটসহ সকল ধরনের নৌযান বন্ধ থাকে। সোমবার আবহাওয়া অনুকূলে থাকায় এই রুটে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:১১   ৮৬৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ