জাককানইবিতে ‘নিচু তলার মানুষ’নাটকের মঞ্চায়ন

Home Page » বিনোদন » জাককানইবিতে ‘নিচু তলার মানুষ’নাটকের মঞ্চায়ন
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্টুডিও থিয়েটার হলে পাঁচ দিন ব্যাপি নিচু তলার মানুষ নাটক মঞ্চয়নের আজ ছিল দ্বিতীয় দিন।২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরিবেশনায় অংশ গ্রহণ করেন।নাট্যকার ম্যাক্সিম গোর্কি এবং নাটকটির অনুবাদ করেছেন তানভীর মোকাম্মেল।নাটকটি পরিকল্পনা এবং নির্দেশনায় রয়েছেন বিভাগের প্রভাষক মোঃ মেহেদী তানজির। পোশাক পরিকল্পনায় সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া।
ম্যাক্সিম গোর্কি তাঁর সাহিত্যচর্চায় বাস্তব জীবনের অভিজ্ঞতা গুলোকে তুলে ধরেছেন। এমনি এক বাস্তবতার গল্প নিয়ে রচিত নাটক নিচু তলার মানুষ।নাটকের হাহাকার সময়ের মধ্যে এক বৃদ্ধ ভবঘুরের আগমণ ঘটে, যে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায় ঘুরে দাঁড়ানোর, আবার নতুন করে শুরু করার।একদিকে মানুষগুলোর হতাশা ও দুর্দশার চরম নিগড়ে বন্দী জীবন অন্যদিকে এই দুর্দশার চক্র থেকে বেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখা ও তার অনিশ্চয়তা এটাই নিচু তলার মানুষ নাটকের প্রধান উপজীব্য।
নাটকের নির্দেশক মেহেদী তানজির বলেন,ম্যাক্সিম গোর্কির এই নাটকটি জীবনের কথা বলে জীবনের স্বারত্বের কথা বলে।মানুষের জীবনে সংকট থাকে সেই সংকট উত্তরণের জন্য লুকার মতো কেউ এগিয়ে আসে।কোন একজনের দ্বায়িত্ব নিতে হয় যারা পরিবর্তন নিয়ে আসে।আমরা যখন একাডেমিক ভাবে নাট্যচর্চা করছি এ নাটকের মাধ্যমে আমরাও তখন খুঁজতে চাই আমাদের সংকটটা কোথায়? বের হওয়ার আশাকে বুনোন করতে চাই।একটা অঙ্কুরোদগম হোক পারফরমার দের অন্তরে।এই ছোট্ট ভূবন থেকে যেন আমরা বিকশিত করতে পারি এটাই লালন করুক এ নাটক।
উল্লেখ্য যে আগামী সাত তারিখ পর্যস্ত প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চয়ন হবে।

বাংলাদেশ সময়: ১:৪৪:০৮   ১১৩৩ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ