চরভদ্রাসনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » চরভদ্রাসনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
সোমবার, ৪ নভেম্বর ২০১৯



ছাত্রলীগের সম্মেলন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ- চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্। প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটির সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার নির্দেশ প্রদান করে ছাত্রলীগকে আরও বেগবান ও সুসংগঠিত করার আহ্বান জানান। প্রধান অতিথির সফর সঙ্গী হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য কামরুজ্জামান কাফি, এম হক বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ তালাশ বুখারী, ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনার রশিদ মামুন, কাজী জাফর উল্লাহ্’র এপিএস মোঃ জুয়েল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ রনি, সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ খান লাবলু, সাবেক সহ-সম্পাদক শামীম মীর মালত, জাবি ছাত্রলীগের সহ-সভাপতি এম মাইনুল হুসাইন রাজন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সবুজ মোল্লা সনেট, হাসিবুর রহমান জ্যামি, সৌরভ সাহা, রুকসু’র ভিপি মোঃ নুর হোসেন মারুফ, জিএস আসিফ ইমতিয়াজ সজল। মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আসন গ্রহণ করেন নেতৃবৃন্দ। সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীদের আগমন ও শ্লোগানে এক আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনে  সভাপতি পদে কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মোঃ হৃদয়কে ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫৫   ১৩৯৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ