“চরম নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল”

Home Page » জাতীয় » “চরম নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল”
সোমবার, ১৫ জুলাই ২০১৩



tribunal_02.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহক সোমবার সকালে ট্রাইব্যুনালে যাওয়ার চারটি সড়কের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে। হাইকোর্টের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক র‌্যাব।শাহবাগ, দোয়েল চত্বর, বঙ্গবাজার এলাকা, সচিবালয়ের প্রবেশপথ ও মৎস্যভবন সংলগ্ন রাস্তার দুইপাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিজেদের শরীরও ঢেকেছেন বিভিন্ন নিরাপত্তা উপকরণে।

ট্রাইব্যুনালের মূল প্রবেশপথে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে।

ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় সতর্ক দৃষ্টি রাখছেন সাদা পোশাকের গোয়েন্দারাও।

অন্যান্য দিনের তুলনায় এসব সড়কে ভোরে যানচলাচল ছিল একেবারেই কম। এদিকে হাইকোর্ট সংলগ্ন এলাকাগুলোতে কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ির সাইরেন বাজছে।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে রায় ঘোষণার পর দলীয় নেতা কর্মীরা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্যই এ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে একাধিক পুলিশখ কর্মকর্তা জানিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরুদ্দীন মাহমুদ বলেন, ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

হাইকোর্ট থানার ওসি আব্দুস সালাম বলেন, ভোর থেকেই হাইকোর্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।

হাইকোর্ট এলাকা পুলিশ ঘিরে রেখেছে দাবি করে তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪০:০৪   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ