ধানমণ্ডি নজরুল ইনস্টিটিউটের পাশে একটি বাসা থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার

Home Page » সংবাদ শিরোনাম » ধানমণ্ডি নজরুল ইনস্টিটিউটের পাশে একটি বাসা থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীর ধানমণ্ডি নজরুল ইনস্টিটিউটের পাশে একটি বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ওই বাসার গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (২০)।

নিহত আফরোজা গার্মেন্ট ব্যবসায়ী ও ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি মনির উদ্দিন তারিমের শাশুড়ি। আফরোজার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও।

পুলিশের রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি আজিমুল হক জানান, ধানমণ্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন আফরোজা। সেখানে তাকে দেখভাল করতেন গৃহকর্মী দিতি। পাশের ফ্ল্যাটে আফরোজার একমাত্র মেয়ে পরিবার নিয়ে বসবাস করেন।

তিনি আরও বলেন, শুক্রবার নতুন একজন গৃহকর্মী ওই বাসায় কাজে যোগদান করে। তার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া ওই বাসার আলমারির তালা ভাঙা পাওয়া গেছে। মোবাইল ফোনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বাচ্চু ও বেলায়েত নামে দুই দারোয়ানকে আটক করা হয়েছে।

তবে শুক্রবার নতুন যে গৃহকর্মী আফরোজার বাসায় কাজে যোগ দিয়েছে হত্যাকাণ্ডের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের প্রাথমিক ধারণা, গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে হত্যার পর বাসা থেকে মালপত্র নিয়ে পালিয়েছে নতুন ওই গৃহকর্মী। আফরোজার গাড়িচালক অলি জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

খরব পেয়ে বাসায় গিয়ে দু’জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। একজনের লাশ ছিল সোফার ওপর, আরেকজনের পাশের রুমের মেঝেতে। লবেলিয়া নামের ওই অ্যাপার্টমেন্টে নিহতের মেয়ের জামাইর পাঁচটি ফ্ল্যাট রয়েছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, খবর পেয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডিবির ক্রাইম সিন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩২   ৭১৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ